মুম্বই: করোনার নয়া প্রজাতির সংক্রমণ বৃদ্ধি আপাতত মহারাষ্ট্রেই সবথেকে বেশি। অন্যদিকে, সাধারণ কোভিডের সংক্রমণও বাড়ছে হু হু করে। শেষ তথ্য বলছে, সেই রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে প্রায় ৮ হাজার জন, যাদের মধ্যে রয়েছে ১০ মন্ত্রী, ২০ বিধায়ক। এই পরিস্থিতিতে রাজ্যে আবার কড়া নিয়মবিধি চালু হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার এমন ইঙ্গিত দিয়েছেন।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ দেশে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭৭৫ জন। একই সময় মৃত্যু হয়েছে ৪০৬ জনের। সব নিয়ে মোট আক্রান্ত ৩ কোটি ৪৮ লক্ষ ৬১ হাজার ৫৬৯ জন, মোট মৃত্যু ৪ লক্ষ ৮১ হাজার ৪৮৬ জনের। শুক্রবার দৈনিক আক্রান্ত ছিল ১৬ হাজার ৭৬৪। অর্থাৎ শুক্রবারের তুলনায় শনিবার ৩৫ শতাংশ বেড়েছে দেশের দৈনিক সংক্রমণ। এদিকে, দেশে ১ হাজার ৪৩১ জন ইতিমধ্যেই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। ২৩টি রাজ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই নয়া ভ্যারিয়েন্ট। দেশের সংক্রমণের হার এই মুহূর্তে ৫.১৩ শতাংশ, গত ২৪ ঘন্টায় তা ছিল ২.০৫ শতাংশ। ওমিক্রন সংক্রমণ সবথেকে বেশি ছরিয়ে পড়েছে মহারাষ্ট্রেই। আর এইভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পেছনে ওমিক্রন দায়ি বলেই অনুমান করা হচ্ছে।
এদিকে সরকারি সূত্র ইতিমধ্যেই দাবি করেছে যে, ভারতে ডেল্টাকে ছাপিয়ে যাচ্ছে ওমিক্রন সংক্রমণ। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলিতে আগে থেকেই ডেল্টাকে ছাপিয়ে গিয়েছে এই প্রজাতি। এবার ভারতেও একই জিনিস হতে শুরু করেছে বলেই দাবি করা হচ্ছে। আমেরিকা ছাড়া ইউরোপের একাধিক দেশে এখন দৈনিক আক্রান্তের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। কোথাও কোথাও তা দৈনিক ১ লক্ষ হচ্ছে। তার জন্য যে পুরোপুরি ওমিক্রন দায়ি তা স্পষ্ট। এবার আশঙ্কা, ভারতেও যদি এইভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে তাহলে দৈনিক সংক্রমণ আমেরিকার সমতুল্য হতে বেশিদিন সময় লাগবে না।