হাতছাড়া ক্ষমতা, দল বদলের সার্কাসে বাবাকেই দুষলেন মুকুল-পুত্র শুভ্রাংশু

কলকাতা: পরপর দুটি পুরসভা হাতছাড়া হতেই নিজের বাবাকেই দায়ী করলেন শুভ্রাংশু রায়৷ হালিশহর পুরসভায় চেয়ারম্যান বদল না করে বাবার ভুল হয়েছিল বলে সাফ জানালেন বিজপুরের বিধায়ক৷ বাবার বয়স হয়েছে, কৌশলে ভুলভ্রান্তি হচ্ছে বলেও বিস্ফোরক মন্তব্য মুকুল-পুত্রের৷ হালিশহর পুরসভায় দলত্যাগীদের নিয়ে চেয়ারম্যান বদল না করাটা বুধবার রাতেই প্রকাশ্য স্বীকারোক্তি শোনা গিয়েছিল মুকুল রায়ের গলায়৷ তাতেও চিড়ে

হাতছাড়া ক্ষমতা, দল বদলের সার্কাসে বাবাকেই দুষলেন মুকুল-পুত্র শুভ্রাংশু

কলকাতা: পরপর দুটি পুরসভা হাতছাড়া হতেই নিজের বাবাকেই দায়ী করলেন শুভ্রাংশু রায়৷ হালিশহর পুরসভায় চেয়ারম্যান বদল না করে বাবার ভুল হয়েছিল বলে সাফ জানালেন বিজপুরের বিধায়ক৷ বাবার বয়স হয়েছে, কৌশলে ভুলভ্রান্তি হচ্ছে বলেও বিস্ফোরক মন্তব্য মুকুল-পুত্রের৷

হালিশহর পুরসভায় দলত্যাগীদের নিয়ে চেয়ারম্যান বদল না করাটা বুধবার রাতেই প্রকাশ্য স্বীকারোক্তি শোনা গিয়েছিল মুকুল রায়ের গলায়৷ তাতেও চিড়ে ভেজেনি৷ এবার ছেলের নিশানায় বাবা৷ দলবদলের সঙ্গে দ্রুত পরিবর্তন এসেছে শুভ্রাংশু রায়ের বিধানসভার দুই পুরসভায়৷ হালিশহরের পর এবার কাঁচরাপাড়া পুরসভার ক্ষমতাও তৃণমূলের হাতে ফিরে আসার স্পষ্ট ইঙ্গিত মিলছে৷ আর নিজের কেন্দ্রের দুই পুরসভা ঘিরে রাজনৈতিক দোলাচলকে ‘সার্কাস’ বলে ‘বাবা’কেই দুষলেন বীজপুরের বিধায়ক মুকুল-পুত্র শুভ্রাংশু।

লোকসভা ভোটের পরই সপার্ষদ বিজেপিতে যোগ দিয়েছিলেন হালিশহরের পুরপ্রধান অংশুমান রায়৷ মেয়াদ একমাসও গড়ায়নি। ফের তৃণমূলে ঘর ওয়াপসি হয়েছে তাঁর। ২৪ ঘণ্টার মধ্যে ঘাসফুল শিবিরে ফিরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন কাঁচরাপাড়া পুরসভার দলত্যাগী অধিকাংশ কাউন্সিলর। গোটা ঘটনায় মুকুল রায়কে কাঠগড়ায় তুলেছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷ সেই রেশ কাটতে না কাটতে, দুই পুরসভা হাতছাড়া হওয়ার ঘটনাকে ‘সার্কাস’ হিসেবে ব্যাখ্যা করলেন শুভ্রাংশু রায়৷ বলেন, ‘‘মানুষ হালিশহরকে নিয়ে সার্কাস দেখছে৷ অনেকদিন এখানে সার্কাস হয়নি৷ নতুন সার্কাস হচ্ছে৷ দেখছে সবাই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =