নয়াদিল্লি: কমনওয়েলথ গেমসে সিঙ্গেলসে সোনা জয়ের আগেই গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন পিভি সিদ্ধু৷ অসহ্য যন্ত্রণা উপেক্ষা করেই তিনি ফাইনাল ম্যাচ খেলেন এবং সোনা ছিনিয়ে আনেন৷ কিন্তু, সেই চোটের কারণেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন ভারতের এই ব্যাডমিন্টন তারকা৷
আরও পড়ুন- টেনিসকে আলবিদা জানানোর ইঙ্গিত কিংবদন্তি সেরিনা উইলিয়ামসের, US Open-এর আগেই সিদ্ধান্ত
সিন্ধুর বাম পায়ের গোড়লিতে চিড় ধরেছে৷ চোট সারতে ছয় সপ্তাহ সময় লেগে যাবে৷ ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে আর খেলা হবে না তাঁর৷ কমনওয়েলথে দুরন্ত ছন্দে ছিলেন পিভি সিন্ধু৷ ফলে বিশ্বের পয়লা নম্বর খেলোয়াড়কে নিয়ে আশা জেগেছিল ব্যাডমিন্টন প্রেমীদের মনে৷ সেই আশা ভঙ্গ করল সিন্ধুর চোট৷ তাঁর বাবা পিভি রামানা বলেন, ‘‘বার্মিংহাম গেমস চলার মাঝেই গোড়ালিতে চোট পেয়েছিল সিন্ধু৷ প্রবল যন্ত্রণা নিয়েই সেমিফাইনাল খেলেছে। ফাইনালেও নেমেছে যন্ত্রণা সহ্য করে৷ সেখানে সোনাও জিতেছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘ সিন্ধু বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না। এটা খুবই হতাশজনক। ও খুব ভাল ছন্দে ছিল। সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছে। কিন্তু সব কিছু তো আর আমাদের হাতে থাকে না।’’
বার্মিংহাম থেকে দেশে ফিরেই গোড়ালির চোটের চিকিৎসা শুরু করেছেন সিন্ধু। তাঁর বাবার কথায়, ‘‘দ্রুত চোট মুক্ত হওয়াই এখন সিন্ধুর অন্যতম লক্ষ্য। এর পর অক্টোবরের ডেনমার্ক এবং প্যারিস ওপেনের জন্য প্রস্ততি নেবে।’’ প্রসঙ্গত, চলতি মাসের ২১ তারিখ থেকেই টোকিয়োয় শুরু হবে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>