ভারতীয় ফুটবলকে নির্বাসিত করল FIFA, কী হবে সুনীলদের ভবিষ্যৎ?

ভারতীয় ফুটবলকে নির্বাসিত করল FIFA, কী হবে সুনীলদের ভবিষ্যৎ?

কলকাতা: ভারতীয় ফুটবলে বড়সড় ধাক্কা। ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-কে নির্বাসিত করল ফিফা। কিন্তু এই শাস্তির কারণ কী? জানা গিয়েছে, ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ জেরেই এই শাস্তি৷ এর ফলে অনিশ্চয়তার মধ্যে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ ফুটবল আয়োজন৷ শুধু তাই নয়, ফিফার এই ঘোষণায় অন্ধকারে সুনীল ছেত্রীদের ফুটবল ভবিষ্যৎ। 

আরও পড়ুন- গোড়ালির হাড়ে চিড়, সিন্ধু ছিটকে গেলেন ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে

এদিন ফিফা-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এখন কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স এআইএফএফ-এর ক্ষমতাধীন৷ যে দিন থেকে নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি এআইএফএফ-এর দৈনন্দিন কাজকর্মের দেখভাল শুরু করবে, সে দিন থেকে এই নির্বাসনের শাস্তি উঠে যাবে।’ 

এদিকে, চলতি বছর ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল হওয়ার কথা রয়েছে ভারতে। এর মধ্যে পরিস্থিতি বদলন না হলে আদৌ এই প্রতিযোগিতা হবে কিনা সন্দেহ রয়েছে৷ সে ক্ষেত্রে ভারত থেকে সরিয়ে নেওয়া হবে বিশ্বকাপের আসর। ফিফা ইতিমধ্যেই জানিয়েছে, ‘নির্বাসনের অর্থ হল, আগামী অক্টোবর মাসে ভারত আর মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে পারবে না। এই প্রতিযোগিতা নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে ফিফা৷ সেই সঙ্গে ফিফার তরফে এও জানানো হয়েছে, তারা ভারতের ক্রিড়া মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছে৷ ইতিবাচক সমাধান হবে বলেই তারা আশাবাদী৷