নারদকাণ্ডে সিবিআই নজরে এবার মদন-সুব্রত, দুই দপ্তরকে নোটিস সিবিআইয়ের

কলকাতা: নারদকাণ্ডে কলকাতা পুরসভার মেয়ককে চিঠি দেওয়ার পর এবার পঞ্চায়েত ও পরিবহণ দপ্তরকে নোটিস সিবিআই৷ নারদ অপারেশন চলাকালীন ওই দপ্তরে কোন কোন আধিকারিক ছিলেন ও নিরাপত্তারক্ষীদের নামের তালিকা চাওয়া হয়েছে৷ নারদ ফুটে তৎকালীন পরিবহণমন্ত্রী মদন মিত্র ও সুব্রত মুখোপাধ্যায়কে দেখা গিয়েছিল৷ মূলত, তাঁদের বিরুদ্ধে তদন্তের খাতা খুলতেই দপ্তরের আধিকারিকদের ডেকা পাঠানোর প্রক্রিয়া শুরু করল সিবিআই৷

1ac3d1d9538266daa7cb08c07f4adecd

নারদকাণ্ডে সিবিআই নজরে এবার মদন-সুব্রত, দুই দপ্তরকে নোটিস সিবিআইয়ের

কলকাতা: নারদকাণ্ডে কলকাতা পুরসভার মেয়ককে চিঠি দেওয়ার পর এবার পঞ্চায়েত ও পরিবহণ দপ্তরকে নোটিস সিবিআই৷ নারদ অপারেশন চলাকালীন ওই দপ্তরে কোন কোন আধিকারিক ছিলেন ও নিরাপত্তারক্ষীদের নামের তালিকা চাওয়া হয়েছে৷ নারদ ফুটে তৎকালীন পরিবহণমন্ত্রী মদন মিত্র ও সুব্রত মুখোপাধ্যায়কে দেখা গিয়েছিল৷ মূলত, তাঁদের বিরুদ্ধে তদন্তের খাতা খুলতেই দপ্তরের আধিকারিকদের ডেকা পাঠানোর প্রক্রিয়া শুরু করল সিবিআই৷

অন্যদিকে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি পাঠানো হয়েছে হয়েছে সিবিআইয়ের তরফে৷ ওই চিঠির ভিত্তিতে শুক্রবার তিন আধিকারিককে জেরা করে সিবিআই৷ তাঁদের কণ্ঠস্বর পরীক্ষা করা হবে বলেও খবর৷ মূলত, কলকাতা পুরসভার অন্দরের খোঁজখবর নিতেই এই চিঠি বলে খবর৷

সিবিআই সূত্রে খবর, ২০১৪-২০১৯ সাল পর্যন্ত কলকাতা পুরসভায় যে সমস্ত আধিকারিক ভিআইপি করিডরে আসতেন, যে সমস্ত আধিকারিক ভিআইপি করিডরে ডিউটি করতেন, তাঁদের মধ্যে ৪ জনকে ডেকে পাঠানো হয়৷ সেই তলবি চিঠির ভিত্তিতে তিন আধিকারিককে জেরা শুরু করে সিবিআই৷ সিবিআই সূত্রে খবর, প্রাক্তন ওএসডি অম্লান লাহিড়ি থেকে শুরু করে প্রাক্তন পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ ৪ জনকে পাঠানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *