লর্ডসেই ফেয়ারওয়েল ম্যাচ! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ঝুলন, ইঙ্গিত BCCI-সূত্রে

লর্ডসেই ফেয়ারওয়েল ম্যাচ! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ঝুলন, ইঙ্গিত BCCI-সূত্রে

ff9cdba2ffa97d0b7e963daff7e890b2

কলকাতা: লর্ডসের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বাঙালির গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের৷ আর সেই মাঠেই শেষ ম্যাচ খেলতে নামবেন বাংলার আরও এক তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামী৷ একদিনের মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ইউকেট রয়েছে ঝুলনেরই ঝুলিতে৷ এক সময় ভারতীয় মহিলা ক্রিকেটের নেতৃত্বও দিয়েছিলেন তিনি৷ 

আরও পড়ুন- চলে গেলেন প্রাক্তন অলিম্পিয়ান, প্রিয় ‘বদ্রু’ নেই, শোকার্ত ময়দান

সর্বভারতীয় মহিলা নির্বাচন কমিটি আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতের যে দল বেছে নিয়েছে, তাতে নাম রয়েছে ঝুলনের। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে ওমেন ইন ব্লু। সেখানেই ওয়ান ডে দলে রাখা হয়েছে চাকদা এক্সপ্রেসকে৷ এরই মধ্যে জোড় গুঞ্জন লর্ডসের মাঠেই নাকি ফেয়ারওয়েল ম্যাচ খেলবেন ভারতীয় মহিলা ক্রিকেটের এই প্রবীণ পেসার৷ বিসিসিআই-এর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে-ই হবে ঝুলনের শেষ ম্যাচ।  

সম্প্রতি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটের এই মিডিয়াম পেস বোলার৷ জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচ ছিল সেই মার্চ মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধেও সিরিজে খেলার সুযোগ পাননি ৩৯ বছরের ঝুলন। জানা গিয়েছে, নির্বাচকরা তাঁর সঙ্গে ভারতীয় দলের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। তাঁরা যে ঝুলনকে আর দলে চাইছেন না, সেটা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন। তবে বিসিসিআই ভারতীয় মহিলা ক্রিকেটে তাঁর অবদাবকে সম্মান জানিয়ে ফেয়ারওয়েল ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে৷ 

২০০২ সালে ভারতের জার্সিতে ক্রিকেট মাঠে অভিষেক হয়েছিল বাংলার মেয়ে ঝুলন গোস্বামীর। দুই দশকেরও বেশি সময় ধরে ক্রিকেট খেলেছেন তিনি৷ মিতালি রাজের পাশাপাশি তিনিও হয়ে উঠেছেন আইকন৷ বর্ণাঢ্য কেরিয়ারে ১২টি টেস্ট, ২০১টি ওয়ান ডে এবং ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন চাকদা এক্সপ্রেস। নতুন বলে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন এই মিডিয়াম পেসার৷ মহিলা ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৩৫২টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে৷