মাথায় থুতু ফেলে চুল কাটা! ভিডিও ভাইরাল হতেই ক্ষমা চাইলেন হাবিব

মাথায় থুতু ফেলে চুল কাটা! ভিডিও ভাইরাল হতেই ক্ষমা চাইলেন হাবিব

নয়াদিল্লি: কার্যত অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে সংবাদ শিরোনামে চলে এসেছেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব। চুল কাটার সময় এক মহিলার মাথায় থুতু দেন তিনি, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। আর এই ঘটনায় সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। নিন্দার ঝড় বয়ে গিয়েছে এবং চরম আক্রমণের শিকার হচ্ছেন হাবিব। তাই অল্প সময়ের মধ্যেই ভিডিও বার্তা দিয়ে গোটা ঘটনার জন্য ক্ষমা চাইলেন তিনি। বললেন, কারোর ভাবাবেগে আঘাত করতে চাননি।

কী হয়েছিল? উত্তরপ্রদেশের মুজফফরনগরে একটি ওয়ার্কশপ চলছিল জাভেদ হাবিবের। সেখানে চুল কাটা নিয়ে একাধিক পদ্ধতি দেখাচ্ছিলেন তিনি। সেই সময় কী ভাবে চুল কাটতে হয় তা দেখানোর জন্য একজন মহিলাকে তিনি মঞ্চে ডেকে নেন। ভিডিওতে দেখা যায়, চুল কাটতে কাটতেই হঠাৎ ওই মহিলার মাথায় থুতু ফেলেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, কারও কাছে যদি জল না থাকে তা হলে থুতু দিয়েও চুল কাটা যায়। কিন্তু এই চুল কাটার ‘ধরণ’ দেখে হতবাক নেটিজেনরা। ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এই ঘটনায়। যার সঙ্গে এই ঘটনা ঘটেছে সেই মহিলার বক্তব্য, জল ছাড়া কী ভাবে চুল কাটা সম্ভব তারই একটা নমুনা দেখাচ্ছিলেন হাবিব। তারপর চুল কাটার সময় তার মাথায় থুতু দেন তিনি।

গোটা ঘটনা প্রসঙ্গে ক্ষমা চেয়ে নিয়েছেন জাভেদ হাবিব। তিনি যে ভিডিও বার্তা দিয়েছেন তাতে জানিয়েছেন, যদি কেউ সত্যিই আঘাত পেয়ে থাকেন, অন্তর থেকে তাঁদের কাছে ক্ষমা চাইছেন তিনি, এই ঘটনায় তিনি দুঃখিত। পাশাপাশি জানান, এক একটি ওয়ার্কশপ দীর্ঘ সময় ধরে চলে। এগুলি পেশাদারি ওয়ার্কশপ। একটু আধটু রসিকতাও চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − seven =