উত্তরপ্রদেশে ৭ দফা! কোভিড আবহে পাঁচ রাজ্যে ভোট ঘোষণা করল কমিশন

উত্তরপ্রদেশে ৭ দফা! কোভিড আবহে পাঁচ রাজ্যে ভোট ঘোষণা করল কমিশন

9fb77ae58777410677cb784698fd628b

নয়াদিল্লি:  করোনা আবহেই উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন৷ উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ডে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র৷ তিনি বলেন, কোভিড আবহে নির্হাচন করাটাই বড় চ্যালেঞ্জ৷ ভোট ও ভোটারদের রক্ষা করাই নির্বাচন কমিশনের লক্ষ্য৷  

আরও পড়ুন- বিজেপি বিধায়কের গালে ‘চড়’ কৃষকের! যোগীরাজ্যে অস্বস্তিতে বিজেপি

ওমিক্রন উদ্বেগের মধ্যে ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিশেষজ্ঞ ও রাজ্যগুলির স্বাস্থ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র৷ এর পরেই কোভিড বিধি মেনে ভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ তিনি জানান, পাঁচ রাজ্যে মোট ভোটার রয়েছে ১৮ কোটি ৩৮ লক্ষ৷ তার মধ্যে মহিলা ভোটার ৮.৫৫ কোটি৷ ৫ রাজ্য মিলিয়ে প্রথমবার ভোট দেবেন ২৪.৯ লক্ষ ভোটার৷ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ায় ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নামবে বিজেপি৷ গত ১০ বছর ধরে গোয়ায় বিজেপি সরকার রয়েছে৷ ২০২২-এ সৈকত রাজ্যে তাঁদের টক্কর দিতে শক্তি বাড়াচ্ছে তৃণমূল৷  

করোনা আবহে সম্পূর্ণ কোভিড বিধি মেনে ভোট করাতে প্রস্তুত কমিশন৷ মুখ্য নির্বাচন কমিশনার জানান করোনা আক্রান্ত ও অশীতিপর ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন৷ মহিলাদের জন্য থাকছে মহিলা পরিচালিত ভোট কেন্দ্র৷ মোট ১৬২০টি মহিলা পরিচালিত ভোট কেন্দ্র থাকছে৷ পাশাপাশি এক লক্ষেরও বেশি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হবে৷ ভোট পরিচালনার দায়িত্ব থাকবে ৯০০ পর্যবেক্ষক৷ এবার নির্বাচনে খরচের উর্ধ্বসীমাও বাড়ানো হয়েছে৷ 

প্রতিটি রাজনৈতিক দলকে তাঁদের প্রার্থীদের তথ্য দলীয় ওয়েবসাইটে আপলোড করতে হবে। কোনও প্রার্থীর বিরুদ্দে ফৌজদারি মামলা থাকলে সেটাও উল্লেখ করতে হবে। কোভিড পরিস্থিতির মধ্যে ভার্চুয়াল এবং ডিজিটাল মাধ্যম নির্বাচনী প্রচারের উপর অধিক জোর দেওয়ার কথা বলা হয়েছে। কোনও ভাবেই পদযাত্রা, রোড শো, র্যা লি করা যাবে না৷ ১৫ জানুয়ারি পর্যন্ত জনসভা না কমিশনের৷ মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, পাঁচ রাজ্যে মোট সাত দফার ভোট হবে৷ উত্তরপ্রদেশে ভোট হবে সাত দফায়৷ প্রথম দফায় ভোট হবে ১০ ফেব্রুয়ারি৷ ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ভোট। তৃতীয় দফা ভোট হবে ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফা হবে ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফা ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা ৩ মার্চ এবং সপ্তন দফা ভোট হবে ৭ মার্চ৷ তবে পঞ্জাব, উত্তরাখণ্ড এবং গোয়ায় ১৪ ফেব্রুয়ারি  এক দফায় ভোট হবে। মণিপুরে ২ দফায় ভোট হবে৷ ২৭ ফেব্রুয়ারি এভং ৩ মার্চ৷ পাঁচ রাজ্যে ভোট গণনা হবে ১০ মার্চ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *