মমতা ‘ঘনিষ্ঠ’ অভিনেত্রী এবার বিজেপিতে, টলিউডের শক্তি বৃদ্ধি গেরুয়া শিবিরের

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ঘনিষ্ঠ অভিনেত্রী মাধবী এবার বিজেপির পথে৷ টলিউডে আরও শক্তি বাড়িয়ে এবার বাংলা চলচিত্রের অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় বিজেপির পথে হাঁটতে চলেছেন বলে দাবি গেরুয়া শিবিরের৷ একটি ভিডিও প্রকাশ করে মাধবীদেবী বিজেপির হাত ধরবেন বলেও জানানো হয়েছে৷ টলিউডে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার সংগঠনকে সরাসরি সমর্থন করেন বলেও জানিয়েছেন মাধবীদেবী৷ প্রসঙ্গত, শঙ্কুদেব পান্ডা

মমতা ‘ঘনিষ্ঠ’ অভিনেত্রী এবার বিজেপিতে, টলিউডের শক্তি বৃদ্ধি গেরুয়া শিবিরের

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ঘনিষ্ঠ অভিনেত্রী মাধবী এবার বিজেপির পথে৷ টলিউডে আরও শক্তি বাড়িয়ে এবার বাংলা চলচিত্রের অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় বিজেপির পথে হাঁটতে চলেছেন বলে দাবি গেরুয়া শিবিরের৷ একটি ভিডিও প্রকাশ করে মাধবীদেবী বিজেপির হাত ধরবেন বলেও জানানো হয়েছে৷ টলিউডে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার সংগঠনকে সরাসরি সমর্থন করেন বলেও জানিয়েছেন মাধবীদেবী৷

প্রসঙ্গত, শঙ্কুদেব পান্ডা বঙ্গীয় চলচিত্র পরিষদ নামে একটি সংগঠন তৈরি করছেন৷ তৃণমূল বিরোধী টলিউডের অভিনেতা অভিনেত্রীদের একছাদের তলায় আনতে কাজ শুরু করেছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো শঙ্কুদেব৷

মাধবী মুখোপাধ্যায় নিজে এক সময়ে মমতা ঘনিষ্ঠ ছিলেন বলে নানা মহলে শোনা যায়৷ যাদপুর বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে বিধানসভায় লড়াই করেছিলেন তিনি৷ যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভটাচার্যের কাছে পরাজিত হন৷ তারপর আর মাধবী মুখোপাধ্যায় রাজনীতিতে পা রাখেননি৷ তবে, ফের তিনি টলিউডের কাজ করা সবাইকে বঙ্গীয় চলচিত্র পরিষদের কথা ভাবার অনুরোধ করেছেন৷ তিনি বলেন, সবাই শিল্পিদের প্রতিশ্রুতি দেয়৷ অনেককেই আমরা সুযোগ দিয়েছি৷ তাই এবার শঙ্কুদেব পান্ডার সংগঠনকে দেখার অনুরোধ করেন তার সহকর্মীদের কাছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − four =