রাজভবনে খামার খুললেন রাজ্যপাল! দু’টি গরু, ১০টি ছাগল ও ২০টি মোরগের চর্চায় ব্যস্ত

রাজভবনে খামার খুললেন রাজ্যপাল! দু’টি গরু, ১০টি ছাগল ও ২০টি মোরগের চর্চায় ব্যস্ত

 

তিরুবনন্তপুরম: রাজ্য রাজনীতিতে রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন বিষয় নয়৷ এই সংঘাতের অধ্যায়ে নতুন সংযোজন আচার্য পদ৷  শাসক দলের আচরণে রুষ্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ ছেড়ে দিতে চেয়েছেন তিনি। যদিও সেই ইচ্ছা সরকারি ভাবে মঞ্জুর হয়নি৷  তবে আচার্য হিসাবে ফাইল দেখা বন্ধ করে দিয়েছেন রাজ্যপাল৷  বদলে রাজভবনে খুলে ফেলেছেন আস্ত একটি খামার৷  আপাতত তাঁর বাড়তি সময় কাটছে পশু-পাখি তদারকি করে৷ 

আরও পড়ুন- মুকেশ আম্বনিকেও ছাপিয়ে গেলেন ম্যাকডোনাল্ডের এই প্রাক্তন কর্মী! কী ভাবে?

ঘটনাস্থল দক্ষিণী রাজ্য কেরল৷ তিরুবনন্তপুরমের রাজভবনে একেবার পশুখামার খুলে বসেছেন সে রাজ্যের রাজ্যপাল আরিফ মহম্মদ খান৷ তাঁর খামারে রয়েছে দু’টি বিরল প্রজাতির গরু, ১০টি ছাগল ও ২০টি মোরগ। রাজভবনকে দুগ্ধ উৎপাদনে স্বনির্ভর করে তোলাই তাঁর লক্ষ্য৷ ঘোষণা করেছেন রাজ্যপাল৷ ফলে বাইরে থেকে আর দুধ কিনে আনার প্রয়োজন হবে না৷ কেরলের সরকারি প্রাণিবিদ্যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও খামার প্রশিক্ষকদের একটি দল রাজভবনে এসে সেখানকার কর্মীদের হাতে-কলমে পাঠ দিচ্ছেন৷ বোঝাচ্ছেন কী ভাবে সামলাতে হবে গরু-ছাগল! আর সময় পেলেই রাজভবনের ঘর থেকে বেরিয়ে রাজ্যপাল নিজে সরেজমিনে খতিয়ে দেখছেন পোষ্যদের কাণ্ডকারখানা৷

পশ্চিমবঙ্গের ইতিহাসেও এমনই একটি অধ্যায় রচিত হয়েছিল  বাম জমানার গোড়ার দিকে৷ সেই সময় রাজভবনে রাজ্যপাল হয়ে আসেন ত্রিভুবন নারায়ণ সিংহ৷ রাজভবনের আরাম-বিলাস ‘না’ পসন্দ ছিল তাঁর৷ তাই রাজভবন চত্বরেই বানিয়ে নিয়েছিলেন একটি কুটির৷ সেখানে কিছু ছাগলও পুষেছিলেন তিনি। এমনকী রাজ্যপালের ছাগল চুরি নিয়েও সে সময় তোলপাড় হয়েছিল রাজ্য৷ কেরলের রাজ্যপাল এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরিফ মহম্মদ আদলে উত্তরপ্রদেশের লোক। কেরলের বাম সরকারের সঙ্গে তাঁ বিস্তর মত বিরোধ৷ শাসক দলের সঙ্গে যুদ্ধ চালিয়েই দুধ উৎপাদনের চেষ্টায় ব্রতী হয়েছেন তিনি৷ 

সরকারি সূ্ত্রের খবর, রাজ্যপালের ইচ্ছাকে মান্যতা দিয়ে রাজভবনের খামারে আনা হয়েছে দু’টি বিরল ‘বেচুর’ প্রজাতির গরু৷ এই কাজে মদত করেছে প্রাণিবিদ্যা বিশ্ববিদ্যালয়৷ ছাগল ও মোরগের ব্যবস্থাও করেছে তারা৷ মোরগের জন্য পৃথক খাঁচাও বানানো হয়েছে। রাজ্যপালের দাবি, এখানে খামার চালানোর জায়গা রয়েছে, পরিকাঠামোও রয়েছে৷ তাহলে আর বাইরে থেকে দুধ আনানো হবে কেন? 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 17 =