‘মন্ত্রী-বিধায়কদের ভাতা বাড়লে কর্মীদের নয় কেন’

কলকাতা: বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়ছে৷ এই যুক্তি দেখিয়ে মন্ত্রী-বিধায়কদের বেতন-ভাতা বাড়িয়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অথচ বাংলাজুড়ে যেসব অঙ্গনওয়াড়ি কর্মী তথা মা-বোনেরা লাখ লাখ প্রসূতি ও শিশুর স্বাস্থ্যের দিকে বছরভর নজর রাখেন, তাঁদের আর্থিক দুর্দশা কাটানোর ব্যাপারে কোনও ভ্রুক্ষেপ নেই তাঁর৷ তাই কর্মীদের ভাতা বৃদ্ধি বা অবসরপ্রাপ্তদের পেনশনের মতো দাবি আদায় করতে রাস্তায় নেমে আন্দোলনই একমাত্র

2950e22d5d1018b285ede8f6c4a4a9f3

‘মন্ত্রী-বিধায়কদের ভাতা বাড়লে কর্মীদের নয় কেন’

কলকাতা: বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়ছে৷ এই যুক্তি দেখিয়ে মন্ত্রী-বিধায়কদের বেতন-ভাতা বাড়িয়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অথচ বাংলাজুড়ে যেসব অঙ্গনওয়াড়ি কর্মী তথা মা-বোনেরা লাখ লাখ প্রসূতি ও শিশুর স্বাস্থ্যের দিকে বছরভর নজর রাখেন, তাঁদের আর্থিক দুর্দশা কাটানোর ব্যাপারে কোনও ভ্রুক্ষেপ নেই তাঁর৷ তাই কর্মীদের ভাতা বৃদ্ধি বা অবসরপ্রাপ্তদের পেনশনের মতো দাবি আদায় করতে রাস্তায় নেমে আন্দোলনই একমাত্র পথ৷ প্রয়োজনে সরকারি দপ্তরের সামনে জেলাওয়াড়ি লাগাতার অবস্থানে বসতে হবে এজন্য৷ সেই পথে হাঁটলে সরকার দাবি মানতে বাধ্য হবেই৷ ধর্মতলায় সিটু সমর্থিত আসিডিএস কর্মী-সহায়িকাদের সংগঠনের এক সমাবেশে এ কথা বলেন বামফ্রন্টের চেয়ারম্যান তথা সিপিএমের পলিটব্যুরো নেতা বিমান বসু৷

লোকসভা ভোটের পর কোনও প্রকাশ্য জনসভায় এই প্রথম বক্তব্য রাখলেন বিমানবাবু৷ তিনি ছাড়াও এদিনের সভায় অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের প্রতি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উপেক্ষার মনোভাবের তীব্র সমালোচনা করে ভাষণ দেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *