কলকাতা: ডুরান্ড কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে জোর বিতর্ক। বহু প্রতীক্ষার পর মুম্বই সিটি এফসি-কে হারিয়ে ডুরান্ড কাপে জয়ের স্বাদ পেয়েছেন সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। অধিনায়ক সুনীল ছেত্রীর হাতে ট্রফি তুলে দেওয়ার সময় বাধল যত গন্ডোগোল। ছবি তুলতে গিয়ে বাধা পেলেন সুনীল৷ ভারত অধিনায়ককে ঠেলে সরিয়ে দিলেন পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল লা গণেশন! এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। উঠেছে নিন্দার ঝড়৷ তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজ বিকেল৷
আরও পড়ুন- AIFF প্রেসিডেন্ট বাঙালি, ভারতীয় দলে জায়গা পেলেন না বাংলার কেউ
সল্টলেক স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-১ গোলে মুম্বই সিটি এফসিকে হারিয়ে কাপ জিতে নেয় সুনীল ছেত্রীর দল। এদিকে, ডুরান্ড কাপ ফাইনালের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস ও অন্তর্বর্তীকালীন রাজ্যপাল লা গণেশন। ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়ক সুনীলের হাতে ট্রফি হাতে ট্রফি তুলে দেন তাঁরা। মঞ্চে ওই কয়েক মিনিটে যা ঘটল, তা নিয়ে জোর বিতর্ক৷ ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ট্রফি হাতে সকলকে ছবি তোলার জন্য দাঁড়াতে বলছেন ফটোগ্রাফাররা। সেই সময় সুনীল এমনভাবে দাঁড়িয়েছিলেন, তাতে কিছুটা আড়াল হয়েছিলেন রাজ্যপাল৷ দেখা যায়, তাঁর কাঁধে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিচ্ছেন গণেশন। কারণ একটাই, তাঁকে যেন ছবিতে স্পষ্ট দেখা যায়৷ সেই কারণেই এমন আচরণ! এদিকে, ঠেলা খেয়ে সুনীলও কিছুটা সরে যান৷ যিনি ট্রফি জিতেছেন,তিনিই কোনও ভাবে সেটি ছুঁয়ে ছবি তোলেন৷
Congratulations to La Ganesan, Governor of West Bengal, for winning the Durand Cup 2022. pic.twitter.com/GiICyecRHb
— Anshul Saxena (@AskAnshul) September 18, 2022
null
এদিকে, ভারতীয় ফুটবল দলের অধিনায়ককে এ ভাবে ঠেলে সরিয়ে দেওয়া মেনে নিতে পারেননি অনেকেই। তাঁরা গণেশনের এহেন আচরণের তীব্র সমালোচনা করেছেন। এই বিষয়ে অবশ্য সুনীল, বেঙ্গালুরু এফসি বা ভারতীয় ফুটবলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে কটাক্ষ করে এক নেটিজেন লিখেছেন, “ডুরান্ড কাপ জয়ের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অনেক অভিনন্দন।” অপর একজন লিখেছেন, “শুধুমাত্র ছবি তোলার জন্য একজন কিংবদন্তির সঙ্গে এরকম ব্যবহার একেবারেই মেনে নেওয়া যায় না।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>