এবার কি বিধায়ক পদ ছাড়বেন সব্যসাচী? চর্চা তৃণমূলে

কলকাতা: দীর্ঘ জল্পনার পর অবশেষে মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন সব্যসাচী দত্ত৷ পদত্যাগ করে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তিনি৷ আক্রমণের নিশায় ছিল তৃণমূলকে৷ মেয়রের পদ ছাড়লেও দলের কাউন্সিলার ও নিউটাউন রাজারহাটের বিধায়ক পদ আঁকড়ে রয়েছেন তিনি৷ এই অবস্থায় বিধায়ক পদ কেন ছাড়ছেন না? প্রশ্ন তুলেছেন রাজ্যের পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়৷ তিনি বলেন, দলের বেশিরভাগ কাউন্সিলার

এবার কি বিধায়ক পদ ছাড়বেন সব্যসাচী? চর্চা তৃণমূলে

কলকাতা: দীর্ঘ জল্পনার পর অবশেষে মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন সব্যসাচী দত্ত৷ পদত্যাগ করে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তিনি৷ আক্রমণের নিশায় ছিল তৃণমূলকে৷ মেয়রের পদ ছাড়লেও দলের কাউন্সিলার ও নিউটাউন রাজারহাটের বিধায়ক পদ আঁকড়ে রয়েছেন তিনি৷ এই অবস্থায় বিধায়ক পদ কেন ছাড়ছেন না? প্রশ্ন তুলেছেন রাজ্যের পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়৷

তিনি বলেন, দলের বেশিরভাগ কাউন্সিলার তাঁর বিপক্ষে। তবুও আদালতে গিয়ে টালবাহানা করতে চাইছিলেন সব্যসাচী৷ অপকর্ম ঢাকতে নিজের ইস্তফাকে মহিমান্বিত করার লক্ষ্যে যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নেতাজি সুভাষ বসু এমনকী মুজিবর রহমানের উল্লেখ করেছেন, তা হাসির খোরাক হয়েছে৷ তাপসবাবু বলেন, সৎ সাহস থাকলে এত বাগাড়ন্বর না করে বিধায়ক ও কাউন্সিলার পদ থেকে পদত্যাগ করুন সব্যসাচী৷

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, দল তাঁকে মেয়র পদে বসিয়েছে৷ তাঁকে কেউ কোনও কাজে বাধা দেয়নি৷ তাহলে দুর্নীতি নিয়ে মেয়র থাকাকালীন নিষ্ক্রিয় ছিলেন কেন? সব্যসাচীর উদ্দেশেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন পার্থবাবু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =