কোভিড টিকা নিতে কাউকে বাধ্য করা হয়নি, স্পষ্ট করল কেন্দ্র

কোভিড টিকা নিতে কাউকে বাধ্য করা হয়নি, স্পষ্ট করল কেন্দ্র

নয়াদিল্লি: করোনা ভাইরাস টিকা দেওয়া দেশে শুরু হয়েছিল গত বছর জানুয়ারি মাসে। এখন এক বছর হয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১৫৭ কোটি ২০ লক্ষ ৪১ হাজার ৮২৫ ডোজ। কিন্তু করোনা টিকা নিয়ে একাধিক প্রশ্ন এখনও আছে। তার মধ্যে অন্যতম হল, কোভিড টিকা নেওয়া বাধ্যতামূলক কিনা। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানাল যে, কাউকে করোনা টিকা নেওয়ার জন্য বাধ্য করা হয়নি। অর্থাৎ, কোভিড টিকা বাধ্যতামূলক নয়।

বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের কাছে থেকে বাধ্যতামূলক ভাবে কোভিড টিকা নেওয়ার শংসাপত্র দেখতে চাওয়ায় ছাড় দেওয়ার প্রসঙ্গে একটি জনস্বার্থ মামলা করে দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই মামলার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে হলফনামা নিয়ে কেন্দ্র জানিয়েছে, টিকা বাধ্যতামূলক করে কোনও নির্দেশিকা জারি করা হয়নি সরকারের পক্ষ থেকে। কোথাও বাধ্যতামূলক ভাবে টিকা নেওয়ার কথা বলা হয়নি। টিকার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করতে লাগাতার বিজ্ঞাপন এবং সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে ঠিকই, কিন্তু কাউকে বাধ্য করা হয়নি এই টিকা নিতে। কেন্দ্রীয় সরকারের এই হলফনামা এই ইস্যু নিয়ে উঠতে থাকা প্রশ্নের উত্তর স্পষ্টভাবেই দিয়ে দিল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে চিকিৎসক মহলের একাংশ, গবেষকদের একাংশ সকলকে অবশ্যভাবেই টিকা নিতে বলছেন। দাবি করা হচ্ছে, টিকা নিলেই সংক্রমণ মারাত্মক আকার ধারণ করবে না।

উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৮ হাজার ০৮৯ জন৷ একই সময় মৃত্যু হয়েছে ৩৮৫ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ কোটি ৭৩ লক্ষ ৮০ হাজার ২৫৩ এবং মোট মৃত্যু ৪ লক্ষ ৮৬ হাজার ৪৫১। এদিকে, দেশের সংক্রমণের হার গত ২৪ ঘণ্টায় হয়েছে ১৯.৬৫ শতাংশ। দেশের সার্বিক সংক্রমণের হার ৫.৩১ শতাংশ। বিগত কয়েক দিন ধরেই দেশের করোনা গ্রাফ ব্যাপকভাবে বদলাচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, মৃত্যু। দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পার হয়ে গিয়ে এখন ২ লক্ষও ছাড়িয়ে চলে গিয়েছে। আজকের তথ্য বলছে, রবিবারের তুলনায় সোমবার দৈনিক সংক্রমণ ৫ শতাংশ কমেছে, কিন্তু বেড়েছে সংক্রমণের হার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =