নয়াদিল্লি: বিসিসিআই সভাপতির পদ থেকে সরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তাঁর জাগায় আসছেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনি৷ প্রাক্তন সতীর্থের বিসিসিআই সভাপতি হওয়ার খবরে উচ্ছ্বসিত রবি শাস্ত্রী৷ তবে তিনি আরও বেশি খুশি মহারাজ বোর্ড সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোয়। সৌরভের সঙ্গে শাস্ত্রীর সম্পর্ক যে কোনও কালেই ভাল ছিল না, তা প্রায় সকলেরই জানা। বুধবার এক অনুষ্ঠানে গিয়ে নাম না করে এমন কিছু মন্তব্য করলেন শাস্ত্রী, তাতে আখিরে খোঁচা দেওয়া হল সৌরভকেই৷
আরও পড়ুন- প্রথম ম্যাচেই নাস্তানাবুদ স্টিফেনের ইস্টবেঙ্গল, কোচিতে হলুদ ঝড়
শাস্ত্রী বলেন, “মিডিয়ার কাছ থেকেই জানতে পারলাম যে, অতীতে টানা দু’বার কেউই সভাপতি ছিল না। এবারও নতুন একজন প্রাক্তন ক্রিকেটার সুযোগ পেতে চলেছেন। জীবনে কোনও কিছুই স্থায়ী হয় না। তাই অনেক সময় সরে দাঁড়াতেও হয়। এখন আমি একটা কাজ করছি মানে তিন বছর পরেও সেই কাজটাই করে যাব, তার কোনও মানে নেই। নতুন মানুষ আসবে, দায়িত্ব গ্রহণ করবে, সেটাই তো স্বাভাবিক।”
সৌরভ যে আর বোর্ড সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, তা প্রায় নিশ্চিত৷ সভাপতি পদে বিনির যাত্রা শুরু এখন সময়ের অপেক্ষা। সৌরভ সভাপতি থাকাকালীন শাস্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক বারবার ধাক্কা খেয়েছে৷ সৌরভ যখন বোর্ড সভাপতি পদে বসেন, তখন ভারতীয় দলের কোচ ছিলেন শাস্ত্রী। দু’জনের দ্বন্দ্ব বারবার নজর কেড়েছে৷ কোচ হিসাবে শাস্ত্রীর রেকর্ড ভাল হওয়া সত্ত্বেও, তাঁকে সরিয়ে রাহুল দ্রাবিড়কে কোচ করা হয় মূলত সৌরভের তৎপরতাতেই। দু’জনেই নাম না করে একে অপরকে বিঁধেছেন৷ সেই ঘটনাই আরও এক বার প্রকাশ্যে এল বুধবার৷ বিনির প্রশংসায় পঞ্চমুখ হলেন শাস্ত্রী৷ তিনি বলেন, ‘‘ বিসিসিআইয়ের ইতিহাসে এই প্রথম কোনও এক জন বিশ্বকাপজয়ী সভাপতি হতে চলেছেন, আমি দারুণ খুশি।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>