কলকাতা : পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধনকড়। কেশরীনাথ ত্রিপাঠির জায়গায় তিনি নিযুক্ত হয়েছেন। কেশরীনাথের মেয়াদ শেষ হয়েছে। জগদীর ধনকড় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। নিবাস রাজস্থানের ঝুনঝুনুতে। তিনি ঝুনঝুনু থেকে ১৯৮৯-৯১ পর্যন্ত লোকসভার জনতা দলের সদস্য ছিলেন। পড়েছেন জয়পুরের রাজস্থান বিশ্ববিদ্যালয়ে। ত্রিপুরায় তথাগত রায়ের জায়গায় আসছেন রমেশ বৈশ।
মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল হচ্ছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল। বিহারের রাজ্যপাল লালজি ট্যান্ডনকে করা হল মধ্যপ্রদেশের রাজ্যপাল। বিহারের রাজ্যপাল হলেন ফাগু চৌহান। নাগাল্যান্ডের রাজ্যপাল হবেন আর এন রবি। এর আগে বিজেপি নেতা বিশ্বভূষণ হরিচন্দ্রনকে অন্ধ্রপ্রদেশ এবং অনুসূয়া উকেকে ছত্তিশগড়ের রাজ্যপাল নিয়োগ করা হয়েছে।