২১ জুলাই: ইডি আরও অনেককেই ডাকবে, জানিয়ে দিলেন মমতা

কলকাতা: আজ ২১ জুলাইয়ের সমাবেশে ফের প্রমাণ করার চ্যালেঞ্জ টিম তৃণমূলের৷ লোকসভা ভোটে রাজ্যে দলের ফল আশানুরূপ না হলেও তিনিই যে এই মুহূর্তে গোটা দেশে মোদিবিরোধী শিবিরের মধ্যমণি, আজ তা ফেলে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ চিটফান্ড কেলেঙ্কারি প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় তদন্ত সংস্থাকেও কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘আজ শতাব্দী আমাকে বলল, ওকে ইডি ডেকে৷

২১ জুলাই: ইডি আরও অনেককেই ডাকবে, জানিয়ে দিলেন মমতা

কলকাতা: আজ ২১ জুলাইয়ের সমাবেশে ফের প্রমাণ করার চ্যালেঞ্জ টিম তৃণমূলের৷ লোকসভা ভোটে রাজ্যে দলের ফল আশানুরূপ না হলেও তিনিই যে এই মুহূর্তে গোটা দেশে মোদিবিরোধী শিবিরের মধ্যমণি, আজ তা ফেলে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

চিটফান্ড কেলেঙ্কারি প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় তদন্ত সংস্থাকেও কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘আজ শতাব্দী আমাকে বলল, ওকে ইডি ডেকে৷ প্রসেনজিৎকে ডেকেছে, ঋতুপর্ণাকে ডেকেছে৷ আরও অনেককেই ডাকবে৷ কারণ, ওরা জোর করে ফাঁসানোর চেষ্টা করছে৷ একনজনকে জেরা করতে গিয়ে বলা হয়েছে, একজন প্রভাবশালীর নাম বলতে৷ যাতে একজনকে ফাঁসানো যায়৷ আমার কাছে সেই সংক্রান্ত নথি আছে৷ তবে, আমরা ভয় করি না৷ আমরা আমাদের লড়াই আন্দোলন চালিয়ে যাব৷’’

এদিন কাটমানি কাটমানির প্রসঙ্গ তুলে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি৷ বলেন, ‘‘ভোটের নামে কত টাকা কাটমানি নিয়েছো? কাল টাকার কাটমানি ফিরিয়ে দাও৷ ১৫ লক্ষ্য টাকার কাটমানি ফিরিয়ে দাও৷ এবার বিজেপির বিরুদ্ধে আমাদের কাটমানি ফিরিয়ে দেওয়ার আন্দোলন হবে৷’’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের নাম না করে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ‘‘অনেকেই বলছেন, তৃণমূলের কর্মীদের বাস থেকে নামিয়ে মারবেন৷ কিন্তু, আমি বলছি, বিজেপি আপনারা মিছিল মিটিং করবেন না? যদি তখন জনতা আপনাদের আটকে দেন, তখন কী হবে?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =