মাত্র ৫০ টাকা খরচ করেই সুবিধা ৫০ লাখের, এয়ার টিকিট বুকিংয়ে দারুণ অফার IRCTC-র

মাত্র ৫০ টাকা খরচ করেই সুবিধা ৫০ লাখের, এয়ার টিকিট বুকিংয়ে দারুণ অফার IRCTC-র

নয়াদিল্লি: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)-এর প্ল্যাটফর্ম air.irctc.co.in.-এ বিমানের টিকিট বুকিংয়ে থাকছে দারুণ সুযোগ৷ শুক্রবার টুইট করে সে কথা জানাল আইআরসিটিসি৷ এয়ার আইআরসিটিসি-তে বুকিং করার সুবিধাগুলি তুলে ধরে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মের তরফে বলা হয়েছে, ট্রাভেলাররা এখানে ৫০ টাকার বিনিময়ে  পাবেন বীমার সুযোগ৷  

আরও পড়ুন- গোটা উত্তর-পূর্ব ভারত উঠল কেঁপে, তীব্র ভূমিকম্প অনুভূত

আইআরসিটিসি’র তরফে আরও বলা হয়েছে, ‘‘আপনি বিশ্বের যে প্রান্তেই যান না কেন, IRCTCAir-এর মাধ্যমে আপনার ফ্লাইট টিকিট বুক করুন এবং ৫০ টাকার বিনিময়ে পেয়ে যান ৫০ লক্ষ টাকার এয়ার ট্রাভেল বীমার মতো আকর্ষণীয় সুবিধাগুলি৷ তথ্য: http://air.irctc.co.in #FlyAt50 #StaySafe (sic)৷’’ একটি ফটো পোস্টে আইআরসিটিসি’র তরফে বলা হয়েছে, এই প্ল্যাটফর্ম ব্যবহারের সময় ইউজারদের লুকনো চার্জ দিতে হবে না৷ এটি এলটিসি টিকিট বুকিং-এর জন্য সরকার অনুমোদিত সংস্থা৷ আইআরসিটিসি এসবিআই কার্ড প্রিমিয়ারের মাধ্যমে বুকিং করলে ৫ শতাংশ ভেল্যু ব্যাক পাওয়া যাবে৷ 

 

যে সকল ইউজার ইন্টারনেট টিকিট বুকিং প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রেন বা বিমানের টিকিট কাটবেন সার্ভিস ফি হিসাবে তাঁদের কাছ থেকে কিছু ফি নেবে আইআরসিটিসি৷  ২০১৬ সালের ২২ নভেম্বর পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত (AC) ট্রাভেল ক্লাসের জন্য প্রতি টিকিটে টাকা ট্যাক্স এবং শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীর টিকিটের জন্য প্রতি টিকিটে ৪০ টাকা ট্যাক্স চার্জ করত। কিন্তু ডিজিটাল ট্রানজাকশনকে উৎসাহিত করতে প্রায় ৩ বছর হল, সেই ফি প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷ 

প্রসঙ্গত, আইআরসিটিসি রেলের পাশাপাশি বিমানের টিকিটও বিক্রি শুরু করেছে। এখন বাসের টিকিটও আইআরিসিটিস পোর্টাল থেকে কাটা যায়। সেই সঙ্গে হোটেল বুকিং মিলিয়ে ভ্রমণ প্যাকেজের সব কিছুর সুবিধাই দেয় আইআরসিটিসি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =