বিজেপির ভোটের অঙ্কটা মিলল কী করে? ফের বিস্ফোরক মমতা

কলকাতা: লোকসভা নির্বাচনে ইভিএম কেলেঙ্কারির ইঙ্গিত দিয়ে ফের বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২১ জুলাইয়ের শহিদ দিবস মঞ্চে থেকে মমতার প্রশ্ন, বিজেপির ভোটের অঙ্কটা মিলল কী করে? ২১-এর মঞ্চে দাঁড়িয়ে ইভিএমের পরিবর্তে ব্যাট ফারানোর সওয়াল করে তৃণমূল নেত্রী বলেন, ‘‘আমি এখনও মনে করি, ২০১৯ সালে যে নির্বাচন হয়ে গেল, সেটা মিস্ট্রি৷ কী করে

বিজেপির ভোটের অঙ্কটা মিলল কী করে? ফের বিস্ফোরক মমতা

কলকাতা: লোকসভা নির্বাচনে ইভিএম কেলেঙ্কারির ইঙ্গিত দিয়ে ফের বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২১ জুলাইয়ের শহিদ দিবস মঞ্চে থেকে মমতার প্রশ্ন, বিজেপির ভোটের অঙ্কটা মিলল কী করে?

২১-এর মঞ্চে দাঁড়িয়ে ইভিএমের পরিবর্তে ব্যাট ফারানোর সওয়াল করে তৃণমূল নেত্রী বলেন, ‘‘আমি এখনও মনে করি, ২০১৯ সালে যে নির্বাচন হয়ে গেল, সেটা মিস্ট্রি৷ কী করে হল? আমি জানি না৷ ইটস নট এ হিস্ট্রি, ইটস মিস্ট্রি৷ কী করে হল? কেমন করে হল? যা সিট পাবে বলেছিল, তাই পেল? অঙ্কটা মিলে গেল কী করে? তাই তো বলছি, ইভিএম চাই না৷ ব্যালট চাই৷ ব্যালট আমাদের ফিরিয়ে দাও৷’’

রাজ্য নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলায় ব্যাটলে নির্বাচন করানোর আর্জি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের সরকারের যত নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন, আমরা চাইব নির্বাচন, কমিশনকে বলব, আপনারা ব্যালটে করুন৷ পঞ্চায়েত, পুরসভা ভোট ব্যালটে করা হবে৷ আমরা এই পথ দেখাব৷ বলুন না আমেরিকার মতো এতো বড় একটা রাষ্ট্রে ইভিএমে ভোট হয় না কেন? ভোট ইউকে তে কেন হয় না?  ইউরোপের দেশে কেন হয় না? নেদারল্যান্ডসে কেন হয় না?  ফ্রান্সে কেন হয় না? কেন হয় না জাপানে? শুধু ইন্ডিয়ায়?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =