কলকাতা: রাজ্যজুড়ে নয়া কর্মসূচি নিয়ে ঝাঁপাতে চলেছে বিশ্বহিন্দু পরিষদ৷ শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে বিশ্বহিন্দু পরিষদের তরফে বিশেষ পুজোপাঠের অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ আগামী ২৩ আগস্ট জন্মাষ্ঠমী৷ ওই দিন থেকে টানা তিন দিন রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচির ঘোষণা করা হয়েছে৷
শ্রীকৃষ্ণের বাণী ছড়িয়ে দিতে গ্রাম থেকে শহর সব জায়গাতেই ভজন, কীর্তন, প্রবচনের আযোজন করা হয়েছে বলে খবর৷ এছাড়াও বিশ্বহিন্দু পরিষদ জন্মাষ্ঠমী উপলক্ষে রাজ্যজুড়ে শোভাযাত্রার প্রস্তুতিও নিতে শুরু করেছে৷ সংগঠনের দক্ষিণবঙ্গের সম্পাদক অলোক সুর বলেন, হিন্দুরা তাঁদের নিজের আচার অনুষ্ঠান রাজ্যজুড়ে করবে৷ তাতে সমাজের সর্বস্তরের হিন্দুদের অংশগ্রহন করার জন্য আহ্বয়ান করেছেন তিনি৷ সমাজের কংস বধের লক্ষ্যেই এই কর্মসূচি বলেও সংগঠনের তরফে জানানো হয়েছে৷ রামনবমী পালন নিয়ে নির্বাচনের আগে গোটা রাজ্যজুড়ে বিশ্বহিন্দু পরিষদের শক্তি দেখেছে মানুষ। এবার জন্মাষ্ঠমীর সময় রাজ্যের মানুষ ফের হিন্দু সংগঠনটির শক্তিবৃদ্ধি যাচাই করতে পারবেন। তবে লোকসভা ভোটের ফলাফলের পর রাজ্যজুড়ে প্রথম ময়দানে নেমে কর্মসূচি গ্রহণ করছে বিশ্বহিন্দু পরিষদ৷