বাংলার স্মৃতির ফলক নিয়ে রাজভবন ছাড়ছেন রাজ্যপাল ত্রিপাঠী

কলকাতা: বিদায় নিচ্ছেন বাংলার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ রাজ্যের নতুন রাজ্যপাল জগদীপ ধনকার আগামী ৩০ তারিখ শপথ নিতে পারেন বলে খবর৷ আগামী সোমবার তাঁর শহরে আসার কথা৷ মঙ্গলবার সম্ভাব্য শপথগ্রহণ অনুষ্ঠান হচ্ছে ধরে নিয়ে প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়েছে৷ বাংলার নতুন রাজ্যপাল জগদীপ ধনকারকে শপথবাক্য পাঠ করাবেন হাইকোর্টের প্রধান বিচারপতি৷ শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা

বাংলার স্মৃতির ফলক নিয়ে রাজভবন ছাড়ছেন রাজ্যপাল ত্রিপাঠী

কলকাতা: বিদায় নিচ্ছেন বাংলার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ রাজ্যের নতুন রাজ্যপাল জগদীপ ধনকার আগামী ৩০ তারিখ শপথ নিতে পারেন বলে খবর৷ আগামী সোমবার তাঁর শহরে আসার কথা৷ মঙ্গলবার সম্ভাব্য শপথগ্রহণ অনুষ্ঠান হচ্ছে ধরে নিয়ে প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়েছে৷ বাংলার নতুন রাজ্যপাল জগদীপ ধনকারকে শপথবাক্য পাঠ করাবেন হাইকোর্টের প্রধান বিচারপতি৷ শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা মন্ত্রিসভার সদস্য থেকে বিধানসভার অধ্যক্ষ এবং বিরোধী দলনেতার মতো বিশিষ্ট পদাধিকারীরা হাজির থাকবেন বলে জানা গিয়েছে৷

বিদায়ী রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী রাজভবন ছাড়ছেন সোমবার৷ সেই মতো তাঁর জিনিসপত্র গোছগাছের কাজও চলছে৷ রাজ্যপাল ত্রিপাঠী তাঁর মেয়াদকালে ব্যক্তিগতভাবে পাওয়া বেশ কিছু স্মারক, বই, গান ও কবিতার সিডি এলাহাবাদের বাড়িতে নিয়ে যাবেন বলে ঠিক করেছেন৷ বেশ কিছু বই রাজভবনের গ্রন্থাগারে দিয়ে যাচ্ছেন৷ রাজ্যপাল হিসেবে ত্রিপাঠি আজ তাঁর শেষ কর্মসূচি৷ রাজারহাটে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি হাজির থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷

রাজভবনে একটি কবি সম্মেলনের আয়োজন করা হয়৷ বিভিন্ন ভাষার ২০ জন কবি একত্রিত হন৷ কেশরীনাথ নিজেও বেশ কয়েকটি স্বরচিত কবিতা পাঠ করেন৷ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার ও কবি কৃষ্ণা বসু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =