প্রায় ৫ হাজার কোটির সম্পত্তি! বিজেপির ধারেকাছে নেই কেউ

প্রায় ৫ হাজার কোটির সম্পত্তি! বিজেপির ধারেকাছে নেই কেউ

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন হোক কিংবা কোনও রাজ্যের বিধানসভা, এমনকি পুরভোট হলেও তাতে খরচ করতে দুবার ভাবে না কোনও রাজনৈতিক দল। তবে সেই খরচে থাকে বিস্তর ফারাক। কোনও দল বিপুল টাকা খরচ করে প্রচারের জন্য, আবার কেউ অল্প কিছু খরচ করেই নিজেদের প্রচার সেরে ফেলে। প্রত্যেক নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলির এই খরচের খতিয়ান সামনে আসে, জানা যায় কে কত করল। চক্ষুচড়কগাছ হয় সবার। পরের মাসেই ৫ রাজ্যের ভোট। তার আগে আবার এই সম্পত্তি এবং খরচের কারণে সংবাদ শিরোনামে রাজনৈতিক দলগুলি। আর চর্চার মধ্যমণি অবশ্যই বিজেপি।

আরও পড়ুন- ইন্ডিয়া গেটে বসছে নেতাজির বিশাল গ্রানাইট মূর্তি, টুইটে জানালেন নমো

পরিসংখ্যান বলছে, দেশের কেন, এই মুহূর্তে বিশ্বের অন্যতম ধনী রাজনৈতিক দল হল ভারতীয় জনতা পার্টি। নির্বাচনী সংস্কার পরামর্শদাতা গ্রুপ এডিআর-র তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে তাদের সম্পত্তির পরিমাণ ৪৮৪৭.৭৮ কোটি টাকা! বিজেপির ধারেকাছে নেই আর কোনও রাজনৈতিক দল। কংগ্রেস দ্বিতীয় স্থানেও আসতে পারেনি। এই তালিকায় দ্বিতীয় বহুজন সমাজ পার্টি, তাদের সম্পত্তির পরিমাণ ‘মাত্র’ ৬৯৮.৩৩ কোটি টাকা। তৃতীয় কংগ্রেস, তাদের সম্পত্তি ৫৮৮.১৬ কোটি টাকার। এখানেই শেষ নয়। ফিক্সড ডিপোজিট ক্যাটেগরিতে ২০১৯-২০ অর্থবর্ষে সবথেকে ধনী দল সেই বিজেপিই। গেরুয়া বাহিনীর ফিক্সড ডিপোজিটের পরিমাণ ৩ হাজার ২৫৩ কোটি টাকা। তবে এখানেও বিজেপির পরে রয়েছে বহুজন সমাজ পার্টি। তাদের পরিমাণ ৬১৮.৮৬ কোটি টাকা।

জাতীয় স্তরে তো হল, এবার আঞ্চলিক স্তর। তথ্য বলছে, আঞ্চলিক দলগুলির মধ্যে সবথেকে ধনী সমাজবাদী পার্টি। তাদের সম্পত্তির পরিমাণ ৫৬৩.৪৭ কোটি টাকা। এরপর রয়েছে তেলঙ্গনার শাসক দল টিআরএস, যাদের সম্পত্তির পরিমাণ ৩০১.৪৭ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে এআইএডিএমকে, তাদের সম্পত্তির পরিমাণ ২৬৭.৬১ কোটি টাকা। ফিক্সড ডিপোজিট ক্যাটেগরিতেও এই দলগুলির মধ্যে টক্কর রয়েছে। কিন্তু সব দলের ‘নেতা’ সেই বিজেপি শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + one =