আবার ট্রেনে ভয়াবহ কাণ্ড, অগ্নিদগ্ধ হওয়ার আশঙ্কা ছিল

আবার ট্রেনে ভয়াবহ কাণ্ড, অগ্নিদগ্ধ হওয়ার আশঙ্কা ছিল

মুম্বই: বিকানের এক্সপ্রেস দুর্ঘটনার কথা এখনও কেউ ভুলে যাননি। দগদগে ঘায়ের মতো এখনও সবাই মনে রেখেছে। ময়নাগুড়ির দোমোহনি এলাকায় উল্টে যায় গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেসের ১২টি কামরা৷ একাধিক মৃত্যু ঘটেছিল এবং আহত হয়েছিল সেই ঘটনায়। রেলের যাত্রীদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছিল। বেশ দিন যেতে না জেতেই ফের আতঙ্ক পরিস্থিতি সৃষ্টি হল ট্রেন যাত্রাকে ঘিরেই। পুরীগামী ট্রেনে ঘটল অগ্নিকাণ্ড।

আরও পড়ুন- প্রফেশনাল কোয়ালিফিকেশন আপডেট করে চাকরি দিক সরকার, সোচ্চার টেট উত্তীর্ণ প্রার্থীরা

সূত্রের খবর, মহারাষ্ট্রের নান্দুবার স্টেশনের কাছে আগুন লাগে গান্ধীধাম-পুরীগামী ট্রেনটিতে। হঠাৎ করেই দাউদাউ করে জ্বলতে শুরু করে একটি কামরা। আতঙ্ক গ্রাস করতে থাকে যাত্রীদের। যদিও এই ঘটনায় কেউ নিহত বা আহত হননি, সবাইকে নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনা হয়েছিল। কারণ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। এদিন সকাল ১০ টা ৩৫ মিনিটে আগুন লাগে বলে রেল সূত্রে খবর। ট্রেনের প্যান্ট্রি কার থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে জানিয়েছেল রেল কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে, ট্রেনের প্যান্ট্রি কারে যখন রান্না করা হচ্ছিল তখন সেখান থেকেই কোনও ভাবে আগুন লেগে যায় কিছুতে। আর তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে। তবে খুব দ্রুত প্যান্ট্রি কার থেকে ট্রেনের বাকি অংশ বিচ্ছিন্ন করা হয় বলে এবার বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

বিকানের এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে এখন এমনিতেই কিছুটা ভয় রয়েছে ট্রেন যাত্রীদের। তাই সব রকমের সতর্কতা অবলম্বন করার চেষ্টা করছে রেলও। কিন্তু তারপরেই এই ঘটনা স্বাভাবিকভাবে চাপে ফেলছে রেলকে। সকলের সৌভাগ্য যে এই ঘটনায় কোনও রকম ক্ষয়ক্ষতি বা প্রাণ ক্ষয় হয়নি, হলে আবার রেলের বিরুদ্ধে উঠত অভিযোগের আঙুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *