কলকাতা: লক্ষ্যমাত্রা পূরণ৷ লক্ষ্যমাত্রার তুলনায় বাড়তি পড়ুয়াদের মিডে ডে মিল খাইয়ে দেশের মধ্যে নজির গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকাার৷ প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে ২০১৮-২০১৯ অর্থবর্ষে ১০২ শতাংশ ছাত্রছাত্রীকে মিড ডে মিল খাওয়ানো হয়েছে বলে উঠে এছে রিপোর্ট৷
প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডের বৈঠকে এই তথ্য দিয়ে জানিয়েছে কেন্দ্র৷ রাজ্যের এই কাজের প্রশংসাও করেছে কেন্দ্র৷ ১০০ শতাংশ শিশুকে মিড ডে মিল খাওয়ানোর তালিকায় হাতেগোনা কয়েকটি রাজ্য আছে৷ প্যাবের রিপোর্টে জানানো হয়েছে, রাজ্য গত আর্থিক বছরে প্রাথমিকে ৬৪ লক্ষ ৯৭ হাজার ৯৬৯ জন পড়ুয়াকে মিড ডে মিলের সুবিধা দেওয়া হয়েছে৷ আর্থিক বছর শেষে যে রিপোর্ট দিল্লিকে দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে, রাজ্য সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে৷ মোট ৬৭ লক্ষ ৫৩ হাজার ৯৪৭ জনকে সেই মিল খাওয়ানো হয়েছে৷ যা কোনও রাজ্যই এই সুবিধা দিতে পারেনি৷