দেশ ছাড়ছেন ধনী ভারতীয়রা, কাট-অফ দিন কমাতে পারে কেন্দ্র

দেশ ছাড়ছেন ধনী ভারতীয়রা, কাট-অফ দিন কমাতে পারে কেন্দ্র

8f1026370b52f11189cd36fbba430c3a

কলকাতা:  বিশ্বের অন্যান্য দেশে ধনী ভারতীয়দের প্রবাহ রুখতে অনাবাসী ভারতীয়দের (এনআরআই) বসবাসের অবস্থান নির্ধারণ এবং তাঁদের বৈশ্বিক আয়ের উপর অভ্যন্তরীণভাবে কর আরোপের জন্য কাট-অফ দিন বাড়ানোর কথা ভাবছে সরকার৷ এর আগে কাট-অফ দিন ১৮৩ থেকে কমিয়ে ১২০ দিন করা হয়েছিল৷ কর বিশেষজ্ঞরা বলেছেন, এর ফলে বিপরীতমুখী পরিস্থিতি তৈরি হয়েছে৷ 

আপরও পড়ুন- ভারতে কত দিন ধরে বন্ধ স্কুল? আন্দাজ আছে

‘‘ধনী ভারতীয়দের মধ্যে ক্রমাগত দেশ ছাড়ার প্রবণতা তৈরি হচ্ছে৷ বিদেশের নাগরিকত্ব  গ্রহণ করা ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে,’ এমনটাই বলেছেন সুধীর কাপাডিয়া৷ “ভারতীয় নাগরিকত্ব চালিয়ে যাওয়ার জন্য আমরা যেভাবে আরও HNI-কে আকৃষ্ট করি তার মধ্যে একটি হল ভারতীয় নাগরিক হওয়ার জন্য দিনের সংখ্যা ১২০ থেকে ১৮০ পর্যন্ত বৃদ্ধি করা।” 

২০১৯ সালের  গ্লোবাল ওয়েলথ মাইগ্রেশন রিভিউ রিপোর্ট অনুসারে, উচ্চ সম্পদশালী ব্যক্তিদের (HNIs)  দেশ ছেড়ে যাওয়ার ক্ষেত্রে ভারত ছিল দ্বিতীয় স্থানে৷ প্রথমে ছিল চিন৷ ২০১৯ সালে ৭০০০ এইচএনআই ভারত ছেড়েছেন। গত পাঁচ বছরে প্রায় ৩০ হাজার থেকে ৩৫ হাজার ধনী ভারতীয় দেশ ছেড়ে চলে গিয়েছে।

কাপাডিয়া বলছেন, ‘‘দিনের সংখ্যা হ্রাস করার লক্ষ্য ছিল আয়কর সংগ্রহ বাড়ানো৷ তবে এটি বিপরীত বলে মনে হচ্ছে৷ কারণ অনেক ভারতীয় অন্য কোনও দেশে নাগরিকত্ব নিতে ছুটে গিয়েছে৷’’ কর বিশেষজ্ঞদের পরামর্শ, দিনের সংখ্যা বাড়ানো হলে এই ধনী ভারতীয়রা ভারতে থাকবেন বা দেশে বেশি সময় কাটাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *