প্রাণ সংশয়ে আতঙ্কিত অর্জুন-শুভ্রাংশু

ব্যারাকপুর :আশান্ত কাঁকিনাড়া৷ উত্তপ্ত ভাটপাড়া৷ চলথে দুষ্কৃতীদে তাণ্ডব৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রাণ সংশয়ে আশঙ্কা সাংসদ, বিধায়ক ও পুরপ্রধানের৷ বিজেপির জনপ্রতিনিধি হওয়ার কারণে অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন সিং, বিজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়, নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংয়ের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ৷ আর তাতেই নিজের কেন্দ্রে চিন্তায় বিজেপি নেতৃত্ব৷ অর্জুনের দাবি, তাঁরা নিজের কেন্দ্রের আতঙ্কে

প্রাণ সংশয়ে আতঙ্কিত অর্জুন-শুভ্রাংশু

ব্যারাকপুর :আশান্ত কাঁকিনাড়া৷ উত্তপ্ত ভাটপাড়া৷ চলথে দুষ্কৃতীদে তাণ্ডব৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রাণ সংশয়ে আশঙ্কা সাংসদ, বিধায়ক ও পুরপ্রধানের৷ বিজেপির জনপ্রতিনিধি হওয়ার কারণে অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন সিং, বিজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়, নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংয়ের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ৷ আর তাতেই নিজের কেন্দ্রে চিন্তায় বিজেপি নেতৃত্ব৷

অর্জুনের দাবি, তাঁরা নিজের কেন্দ্রের আতঙ্কে রয়েছেন৷ তার উপর নেই নিরাপত্তা৷ আইপিএস অফিসার নিজেদের স্বার্থরক্ষায় তৃণমূলের হয়ে কাজ করছে৷ তাঁদেরই মদতে পুলিশের গাড়িতে এলাকায় বোমা-আগ্নেয়াস্ত্র ঢোকানো হচ্ছে৷ জনপ্রতিনিধিদের প্রাণ সংশয় হতে পারে বলেও জানিয়েছেন অর্জুন সিং৷ তাঁর পরিবারের লোকও সুরক্ষিত নয় বলেও  দাবি বারাকপুরের বিজেপি সাংসদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + fifteen =