নয়াদিল্লি: দৈনিক সংক্রমণ আজ অনেকটা কমল দেশে, যা স্বস্তি দিচ্ছে। কিন্তু দৈনিক মৃত্যুর সংখ্যা আরও উদ্বেগ বাড়িয়ে দিল আজ। ১ হাজার ছাড়িয়েছে আজ সেই সংখ্যা। অন্যদিকে, সংক্রমণের হার নিয়েও একটা মাথাব্যাথা ছিল দেশবাসীর কারণ আগের মতো কম হচ্ছিল না, কিন্তু আজ কিঞ্চিত কম। সব মিলিয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি যে খুব ভাল জায়গায় রয়েছে তা বলার নয়। ওমিক্রন প্রজাতি নিয়েও একটা চাপা আতঙ্ক রয়ে গিয়েছে।
আরও পড়ুন- ‘দুর্নীতি হল উইপোকার মতো, দেশকে ফাঁপা করে দেয়’, ‘মন কি বাতে’ বললেন মোদী
শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৭ হাজার ০৫৯ জন, এই একই সময় মৃত্যু হয়েছে ১ হাজার ১৯২ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে হয়েছে ৪ কোটি ১৪ লক্ষ ৬৯ হাজার ৪৯৯ এবং মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯৬ হাজার ২৪২। এদিকে, গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে দৈনিক সংক্রমণের হার। এখন তা ১১.৬৯ শতাংশ। অন্যদিকে এই মুহূর্তে দেশে মোট টিকাকরণ হয়েছে ১৬৬ কোটি.৬৮ লক্ষ ৪৮ হাজার ২০৪ ডোজ এবং গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ৬১ লক্ষ ৪৫ হাজার ৭৬৭ ডোজ। আপাতত দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৭ লক্ষ ৪৩ হাজার ০৫৯ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ লক্ষ ৫৪ হাজার ০৭৬ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৯২ লক্ষ ৩০ হাজার ১৯৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।
সম্প্রতি আবার চিনের এক দল বিশেষজ্ঞ দাবি করেছে যে, করোনার একটি নতুন প্রজাতি সংক্রমণ শুরু করছে যার নাম ‘নিওকোভ’। এই প্রজাতি এতটাই মারাত্মক যে তিনজন সংক্রামিত হলে একজনের মৃত্যু হতে পারে। চলতি কোনও টিকা একে প্রতিরোধ করতে পারবেন না বলেও দাবি করা হয়েছে তাদের তরফে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে এই প্রজাতি নিয়ে এখনও গবেষণা চালিয়ে যেতে হবে। এখনই আতঙ্কিত হওয়ার কিছু হয়নি। একই কথা বলেছে রাশিয়ার ‘ভেক্টর রাশিয়ান স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়ো-টেকনোলজি’। তাদের বক্তব্য, চিনা বিজ্ঞানীরা যে ভাইরাস প্রজাতির কথা বলছে তাকে ভয় পেয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই!