তৃণমূল নেত্রী কি জনসংযোগ হারিয়েছেন? বিস্ফোরক মুকুল

কলকাতা : তৃণমূল নেত্রীর জনসংযোগকে কটাক্ষ বিজেপি নেতা মুকুল রায়ের৷ মমতাকে বিঁধে মুকুলে কটাক্ষ, এবার প্রমাণিত হচ্ছে তৃণমূল নেত্রী জনসংযোগ হারিয়েছেন৷ তা না হলে তাঁকে নতুন করে জনসংযোগের জন্য ওয়েবসাইট ও ফোন নম্বর চালু করতে হত না৷ তাঁর অভিযোগ, গত ১১ বছরে তিনি সুখ-দুঃখে রাজ্যের মানুষের পাশে থাকেননি৷ এর জন্য মমতাকে ক্ষমা চাইতে হবে বলেও

তৃণমূল নেত্রী কি জনসংযোগ হারিয়েছেন? বিস্ফোরক মুকুল

কলকাতা : তৃণমূল নেত্রীর জনসংযোগকে কটাক্ষ বিজেপি নেতা মুকুল রায়ের৷ মমতাকে বিঁধে মুকুলে কটাক্ষ, এবার প্রমাণিত হচ্ছে তৃণমূল নেত্রী জনসংযোগ হারিয়েছেন৷  তা না হলে তাঁকে নতুন করে জনসংযোগের জন্য ওয়েবসাইট ও ফোন নম্বর চালু করতে হত না৷

তাঁর অভিযোগ, গত ১১ বছরে তিনি সুখ-দুঃখে রাজ্যের মানুষের পাশে থাকেননি৷ এর জন্য মমতাকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি মুকুলের৷ বলেন, তৃণমূল এই মুহূর্তে সবচেয়ে বিলাশবহুল দল৷ তাঁদের দলের নেতাদের প্রত্যেকের ৪টি করে এসউভি গাড়ি আছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + five =