দিদিকে ফোন করে কাটমানি ফেরত চাইবেন, নির্দেশ ভারতীর

কেশপুর: তৃণমূল নেত্রীর ‘দিদিকে বলো’ জনসংযোগ কর্মসূচির পরে তৃণমূলকে পাল্টা প্যাঁচে ফেলতে কাটমানিকে অস্ত্র করছে বিজেপি৷ রাজ্যজুড়ে দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে, ‘দিদিকে বলো’ ফোন নম্বরে কাটমানির অভিযোগ দায়ের করার জন্য৷ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বিজেপির ডাকা সভায় হাজির হয়ে বিজেপি নেত্রী ভারতী ঘোষ কর্মীদের নির্দেশ দেন, ‘‘দিদির দেওয়া নম্বরে ফোন করলেও কেউ ফোন তুলবে না৷

দিদিকে ফোন করে কাটমানি ফেরত চাইবেন, নির্দেশ ভারতীর

কেশপুর: তৃণমূল নেত্রীর ‘দিদিকে বলো’ জনসংযোগ কর্মসূচির পরে তৃণমূলকে পাল্টা প্যাঁচে ফেলতে কাটমানিকে অস্ত্র করছে  বিজেপি৷ রাজ্যজুড়ে দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে, ‘দিদিকে বলো’ ফোন নম্বরে কাটমানির অভিযোগ দায়ের করার জন্য৷

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বিজেপির ডাকা সভায় হাজির হয়ে বিজেপি নেত্রী ভারতী ঘোষ কর্মীদের নির্দেশ দেন, ‘‘দিদির দেওয়া নম্বরে ফোন করলেও কেউ ফোন তুলবে না৷ আর যদিও কেউ তোলে তাহলে শুধুই আশ্বাস দিয়ে বোকা বানানো হবে সাধারণ মানুষকে৷ ফোনে দিদির গলা শোনা গেলে কাটমানি ফেরত চাইবেন৷’’

কেশপুরের সভামঞ্চ থেকে ভারতী ঘোষের আরও মন্তব্য, ‘‘যাঁরা কাটমানি নিয়েছে, তাঁরা এখন লুকিয়ে বেড়াচ্ছেন৷ বিজেপি ক্ষমতায় এলেই তৃণমূলের কাটমানি নেওয়া নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে৷ দায়ের করা হবে তোলাবাজির মামলা৷’’

কাটমানি কিংবা ‘দিদিকে বলো’র মতো কোনও ইস্যুতেই শাসক শিবিরকে বিজেপি যে এক ইঞ্চিও জমি ছাড়বে না বিজেপি নেত্রী এদিন তা কার্যত পরিষ্কার করে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *