পুরুলিয়া: আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা৷ তারপর চাঁদের মাটিয়ে পা রাখবে ভারতের চন্দ্রযান-২৷ ইতিহাস গড়ে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে ভারত চাঁদে পা রাখতে চললেও এখনও বিদ্যুৎহীন পুরুলিয়া-২ ব্লকের হাতুরিয়া গ্রাম৷ জমিজটের সৌজনে এখনও বিদ্যুতের আলো দেখতে পাননি এই গ্রামের বাসিন্দারা৷
হাতুরিয়া গ্রামের নয়াবস্তিতে ৩৫টি পরিবারের বসবাস৷ সারা বছর কাটাতে হয় অন্ধকারে৷ স্থানীয়দের দাবি, পঞ্চায়েত থেকে জেলা পরিষদ প্রতিটি স্তরেই আবেদন জানিয়েও কাজ হয়নি৷ তাঁদের দাবি, ভোটের সময় নেতা-মন্ত্রীরা আসেন৷ প্রতিশ্রুতি দেন৷ চলে যান৷ আবার ভোট আসে৷ কিন্তু, পরিস্থিতির পরিবর্তন হয় না৷ লন্ঠনের আলোতেই চলে গ্রামের পড়ুয়াদের পড়াশোনা৷ নয়াবস্তিতে ঢোকার রাস্তাও আজ তৈরি হয়নি জমিজটের কারণে৷ ফলে, রাস্তা না থাকায় বিদ্যুতের খুঁটিও পোঁতা সম্ভব হয়নি৷
হাতুরিয়া গ্রামে কেন পৌঁছাল না বিদ্যুৎ? সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে পুরুলিয়া জেলা সভাপধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের বলেন, ‘‘ওখানে বিদ্যুৎ ঢোকেনি কেন? কেউই আমাকে এই সমস্যার কথা জানাননি৷’’ তবে, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের থেকে গোটা বিষয়টি জেনে তিনি জানিয়েছেন, জমির সমস্যা কাটিয়ে ওই গ্রামে রাস্তা ও বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে৷