কলকাতা: এবার কাঁচড়াপাড়া শহরজুড়ে কাটমানি পোস্টার মুকুল রায় ও শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে৷ বৃহস্পতিবার সকালে বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টারগুলি দেখেন বাসিন্দারা৷ পোস্টার পড়েছে তাঁর পুত্র বিজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়ের বিরুদ্ধেও৷
পোস্টারে লেখা হয়েছে, কাঁচড়াপাড়ার উন্নয়নে কোটিকোটি টাকা তছরুপ করেছেন মুকুল রায় ও তারপুত্র৷ দু’জনকেই ‘চিটিংবাজ’ বলে উল্লেখ করা হয়েছে৷ বিজেপির জাতীয় পরিষদের সদস্যকে সরাসরি হুমকি দিয়ে বলা হয়েছে, প্রস্তুুত থাকতে৷ কয়েকদিন আগেই কাটমানি নিয়ে তৃণমূল নেতাদের ঘড়বাাড়ি ঘেরাও করেছে সাধারণ মানুষ৷ কোথাও কোথাও আবার এই ঘেরাওয়ের নেতৃত্ব দিয়েছেন স্থানীয় স্তরে বিজেপি নেতারা। তাই রাজনৈতিক মহল মনে করছেন, কাটমানি নিয়ে এবার পোস্টার ঘুরিয়ে মুকুল রায়কেই কাটমানিবিতর্কে ফেলে বাড়ানো হল বিজেপির বিড়ম্বনা৷ বর্তমানে ব্যাঙ্কশাল কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করাতে চাপে মুকুল রায়। আবার বৃহস্পতিবার মুকুল রায়ের দুর্গে এমন পোস্টার ফের চাপে মুকুল রায়। কারণ, এইরকম পোস্টার পড়ায় দলের অন্দরেও চাপে পড়তে পারেন মুকুল৷