‘আব কী বার, দেশ কী সরকার’, অখিলেশ সঙ্গতে দিল্লি দখলের ডাক মমতার

‘আব কী বার, দেশ কী সরকার’, অখিলেশ সঙ্গতে দিল্লি দখলের ডাক মমতার

লখনউ: আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে সমর্থন করতে লখনউ গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগেই স্পষ্ট করেছেন যে, সেই রাজ্যে লড়তে তিনি আসেননি বরং বিজেপিকে হারাতে হবে এই কথা বলে এসেছেন। সেই প্রেক্ষিতেই অখিলেশ যাদবকে পাশে নিয়ে দিল্লি জয়ের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে একহাত নিয়ে তাঁর স্লোগান, ‘আব কী বার, দেশ কী সরকার’। পাশাপাশি তিনি উত্তরপ্রদেশবাসীকে এটাও মনে করিয়ে দেন যে, তাদের রাজ্য থেকে বিজেপিকে সরাতে পারলেই দেশ থেকে তাদের তাড়ানো যাবে।

আরও পড়ুন- তৃণমূল নয়, রাহুলের ‘হাত’ ধরলেন ত্রিপুরার সুদীপ

এদিন মমতা এই সভায় অংশ নিয়ে আরও জানিয়েছেন, তিনি চান উত্তরপ্রদেশের মানুষ সমাজবাদী পার্টিকে ভোট দিক, তাদের জিতিয়ে দিক। বিজেপিকে হারানোর জন্যই তিনি এখানে এসেছেন, নির্বাচনে অংশ নিতে নয়। তাঁর আশা, গো-বলয়ের সবচেয়ে বড় রাজ্যের মানুষ এবার অখিলেশের দলকেই সমর্থন করবে এবং তাদের জেতাবে। এই ভার্চুয়াল সভা থেকেই মমতার ঘোষণা, তিনি আগামী ১৫ তারিখ বারাণসী যাবেন। সেখানে জনসভা করবেন। মমতার সাফ কথা, দেশ কে যদি বিজেপির হাত থেকে বাঁচাতে হয়, তাহলে ‘ভাই’ অখিলেশকে সমর্থন করতে হবে। অখিলেশও বিজেপিকে কটাক্ষ করে মন্তব্য করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বিজেপির ভয় হয়ে গিয়েছে।

যদিও মমতার এই উত্তরপ্রদেশ সফরকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না বিজেপি নেতৃত্ব। বঙ্গ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সকলেই আক্রমণ করেছেন তৃণমূল এবং দলের সুপ্রিমোকে। শুভেন্দু এদিন টুইট করে লেখেন, ”উত্তরপ্রদেশের মানুষদের আমি বলতে চাই যে, যে মহিলা সেখানে গিয়ে গণতন্ত্রের কথা বলছেন, গণতন্ত্রের মূল্যবোধের প্রচারে নেমেছেন, তাঁর হাতেই রক্ত লেগে রয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী মানস সাহা সহ ৫৫ জন বিজেপি কর্মীদের রক্ত। ইতিহাস তাঁকে অত্যাচারী হিসেবেই চিনবে। তাই তাঁর কথার জাদুতে কেউ দয়া করে ফাঁসবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 3 =