অবশেষে বনগাঁ পুরসভার ৪ কাউন্সিলরের ‘ঘর ওয়াপসি’

বনগাঁ: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া ৪ কাউন্সিলর ফিরলেন তৃণমূলে৷ তৃণমূলে চার কাউন্সিলর ফিরে আসায় বনগাঁ পুরসভায় ফের সংখ্যাগরিষ্ঠ তৃণমূল৷ বনগাঁ পুররসভায় তৃণমূলের ‘ঘর ওয়াপসি’ জেরে বেশ স্বস্তি শাসক শিবির৷ ভয় দেখিয়ে দল বদল করেছিল বিজেপি, অভিযোগ ফিরহাদ হাকিম৷ গত মাস খানিক আগেই এই চার কাউন্সিলর তৃণমূল ছেড়ে দিল্লিতে গিয়ে বিজেপির পতাকা

অবশেষে বনগাঁ পুরসভার ৪ কাউন্সিলরের ‘ঘর ওয়াপসি’

বনগাঁ: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া ৪ কাউন্সিলর ফিরলেন তৃণমূলে৷ তৃণমূলে চার কাউন্সিলর ফিরে আসায় বনগাঁ পুরসভায় ফের সংখ্যাগরিষ্ঠ তৃণমূল৷ বনগাঁ পুররসভায় তৃণমূলের ‘ঘর ওয়াপসি’ জেরে বেশ স্বস্তি শাসক শিবির৷ ভয় দেখিয়ে দল বদল করেছিল বিজেপি, অভিযোগ ফিরহাদ হাকিম৷

গত মাস খানিক আগেই এই চার কাউন্সিলর তৃণমূল ছেড়ে দিল্লিতে গিয়ে বিজেপির পতাকা ধরেন৷ তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনেন তাঁরা৷ পাল্টা তৃণমূলের তরফে কাউন্সিলর অপহরণের মামলা দায়ের হয় তৃণমূল ছাড়া দুই কাউন্সিলরের বিরুদ্ধে৷ পরে হাইকোর্ট তাঁদের গ্রেপ্তারির উপর রক্ষাকবচ দিতেই এবার তৃণমূলে নাম লেখান অপহরণের মামলা থাকা কাউন্সিলর৷ বনগাঁ পুরসভার অনাস্থা ভোট ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়৷ তৃণমূল-বিজেপি উভয় পক্ষ দাবি করে পুরসভা তাঁদের৷ মামলা গড়ায় হাইকোর্টে৷ হাইকোর্টের নির্দেশে বনগাঁ পুরসভায় অনাস্থা ভোট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে আদালতের তরফে চূড়ান্ত ভর্ৎসনা করা হয়৷ পুরসভা কার? সেই মামলা এখনও চলছে হাইকোর্টে৷ এই পরিস্থিতির মধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া চার কাউন্সিলর ফের ফিরলেন তৃণমূলে৷ আর এই দলবদলের সৌজন্যে ফের সংখ্যাগরিষ্ঠ তৃণমূল৷ ফলে, আদালতে দায়ের হওয়া মামলা কার্যত গুরুত্ব হাতে বসেছে বলেই মত পর্যবেক্ষক মহলের৷

গত ৭ জুন বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বিরুদ্ধে অনাস্থা আনেন পুরসভার তৃণমূলের ১১ জন কাউন্সিলর৷ তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন জানান কাউন্সিলরদের একাংশ৷ পরে, উপ-পুরপ্রধান সহ আরও ৩ কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন৷ পরে তাঁরা তাঁদের অবস্থান থেকে সরে দাঁড়ান৷

অবশেষে বনগাঁ পুরসভার ৪ কাউন্সিলরের ‘ঘর ওয়াপসি’

অনাস্থা আনার পরই বনগাঁর পুরসভার ১১ জন তৃণমূল কাউন্সিলর বিরুদ্ধে থানায় ‘নিখোঁজ’ অভিযোগ দায়ের করেন চেয়ারম্যান৷ দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতেই ১১ জন তৃণমূল কাউন্সিলরের ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় তপ্ত হয়ে ওঠে সীমান্ত শহর বনগাঁর রাজনীতি৷

অবশেষে বনগাঁ পুরসভার ৪ কাউন্সিলরের ‘ঘর ওয়াপসি’গত পয়লা জুন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস-সহ বনগাঁ পুরসভার ১২ জন কাউন্সিলার বিজেপিতে যোগদান করেন৷ পরে এক কাউন্সিলর তৃণমূলে যোগ দেন৷ এবার আরও ৪ কাউন্সিলর তৃতীয় বারের জন্য দল বদল করলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eleven =