শুক্রবার শহর কলকাতায় এলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা৷ এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই মুহূর্তে এনআরসি নিয়ে সুপ্রিমকোর্টের কোনও নির্দেশিকা নেই৷ তাই এই রাজ্যের এনআরসি নিয়ে কোনও কথা বলা যাবে না৷
পাশাপাশি তিনি জানান, বিধানসভা নির্বাচনে ব্যালট ফিরিয়ে আনা যাবে না৷ কারণ এই ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। যেই ব্যালট পেপার ফিরিয়ে আনতে চেয়েছিলেন মমতা বন্দ্যয়াপদ্যায়। এবং ভোটার লিস্টেও স্পেশাল ডাইভ চালু হয়েছে বলেও এদিন তিনি জানান৷
আগামী ১৬ আগস্ট থেকে এবার ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে চলেছে৷ আজ বিকেল চারটে নাগাদ সল্টলেকের এনইউজেএসের ছাত্রছাত্রীদের সামনে তিনি নির্বাচনী ব্যবস্থা নিয়ে ভাষণ দেবেন তিনি৷ শনিবার বিকেল পাঁচটায় তিনি ভাষণ দেবেন জোকার আইআইএম ইনস্টিটিউটেও৷ আগামী ১১ আগস্ট রবিবার তিনি ফিরে যাবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে৷