নতুন রূপে! সন্ত রবিদাসের জন্মদিনে ঝুমঝুমি বাজিয়ে কীর্তন মোদীর

নতুন রূপে! সন্ত রবিদাসের জন্মদিনে ঝুমঝুমি বাজিয়ে কীর্তন মোদীর

নয়াদিল্লি: অন্য রূপে মোদী৷ সন্ত রবিদাস জয়ন্তীতে ঝুমঝুমি বাজিয়ে কীর্তনে মাতলেন প্রধানমন্ত্রী৷  বুধবার সকালে রাজধানী দিল্লির করোল বাগের শ্রী গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে গিয়ে প্রার্থনা করেন তিনি৷ 

আরও পড়ুন- মিষ্টি কথায় ভুলিয়ে ৭ রাজ্যে ১৪ বিয়ে ভুয়ো ডাক্তারের! অবশেষে পুলিশের জালে গুণধর

তবে এদিন শুধু প্রার্থনাই করেননি নমো৷ ভক্তদের সঙ্গে মাটিতে বসে রীতিমতো ঝুমঝুমি বাজিয়ে কীর্তনও করেন তিনি। একেবারে কীর্তনের ছন্দে ছন্দে ঝুমঝুমি বাজান প্রধানমন্ত্রী। তাঁর কীর্তনের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, মোদীর হাতে একটি সবুজ রঙের ঝুমঝুমি৷  নিজে খানিক ক্ষণ বাজানোর পর বাকিদের বুঝিয়ে দেন কী ভাবে ছন্দে ছন্দে তা বাজাতে হবে। এর পর তাঁর বাজনার তালে তালে  চলতে থাকে কীর্তন।

 

এ দিন সকালে করোল বাগ যাওয়ার আগে একটি টুইট করেন নমো৷  টুইট তিনি লেখেন, কী ভাবে কেন্দ্রের সরকার সন্ত রবিদাসের দেখানো পথে এগিয়ে চলছে৷ তিনি জানান, ভবিষ্যতেও একই ভাবে তাঁর দেখানো পথে এগিয়ে চলবে৷ সেই সঙ্গে তাঁর বিশ্রাম ধামে যাওয়ার কথাও টুইটে জানান নমো৷ 

প্রসঙ্গত, চলতি মাসেই পঞ্জাবে বিধানসভা ভোট৷ প্রথমে ১৪ ফেব্রুয়ারি ভোটের দিন ধার্য করা হলেও,  শিখ গুরু সন্ত রবিদাস জয়ন্তী উপলক্ষে তা পিছিয়ে ২০ ফেব্রুয়ারি করা হয়। ভোটের আগে দিল্লিতে সন্ত রবিদাসের প্রার্থনায় সামিল হলেন মোদী৷