নয়াদিল্লি: সংক্রমণ এবং দৈনিক মৃত্যু আজ বেড়েছে ভারতে। মৃত্যুর সংখ্যা নিয়ে বিগত কয়েক দিন ধরেই উদ্বেগ থাকছিল। মাঝে কিঞ্চিৎ কমলেও আজ আবার বাড়ল তুলনায়। এদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা এখন ৩০ হাজারের ঘটে। সব মিলিয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি ভাল-মন্দের মাঝেই যেন ঝুলে রয়েছে। অন্যদিকে, ওমিক্রন প্রজাতি নিয়েও একটা চাপা আতঙ্ক রয়ে গিয়েছে, কারণ মহারাষ্ট্রে এর আধিপত্য দেখা যাওয়ার তথ্য সামনে এসেছে। আবার চলতি টিকাও ওমিক্রন ঠেকাতে পারবে না বলেই অনুমান গবেষকদের একাংশের।
আরও পড়ুন- মিষ্টি কথায় ভুলিয়ে ৭ রাজ্যে ১৪ বিয়ে ভুয়ো ডাক্তারের! অবশেষে পুলিশের জালে গুণধর
শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬১৫ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৫১৪ জনের। পরিসংখ্যান বলছে, আপাতত দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৭ লক্ষ ২৩ হাজার ৫৫৮ জন, মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ০৯ হাজার ৮৭২ জন। এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৭৩ কোটি ৮৬ লক্ষ ৮১ হাজার ৬৭৫ ডোজ। গত ২৪ ঘন্টায় তা হয়েছে ৪১ লক্ষ ৫৪ হাজার ৪৭৬ ডোজ। পাশাপাশি দেশের পটিজিভিটি রেট আজ কিছুটা বেড়ে হয়েছে ২.৪৫ শতাংশ। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৭ শতাংশে ঘোরাফেরা করছে। উল্লেখ্য, কেরলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০৪ জনের। এর মধ্যে ১৩০ জনের মৃত্যু হয়েছিল আগেই, কিন্তু তা নথিভুক্ত হয়নি।
পাশাপাশি আরও একটি তথ্য উদ্বেগ বাড়িয়েছে যা হল, মুম্বইয়ে ওমিক্রন প্রজাতির আধিপত্য। সেখানে নতুন আক্রান্তদের ৯৫ শতাংশের শরীরেই হানা দিয়েছে এই ভাইরাস প্রজাতি। মুম্বই পুরসভার তরফ থেকে জানান হয়েছিল যে, পরীক্ষা করা ১৯০ টি নমুনার মধ্যে ১৮০ টি নমুনাতেই ওমিক্রনের খোঁজ পাওয়া গিয়েছে। মোট ২৮২ জন আক্রান্তের নমুনা সংগ্রহ করে জিনোম পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ২৪৮ জন ওমিক্রন আক্রান্ত! সবথেকে উদ্বেগজনক বিষয়, যে ১৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল তাদের মধ্যে ২৩ জন ইতিমধ্যেই মারা গিয়েছে এবং ২১ জন ওমিক্রন আক্রান্ত ছিল।