ইতিহাসে প্রথম! UN Mission Services-এ ৬৯ জন সদস্যের মধ্যে ২৫% মহিলা

ইতিহাসে প্রথম! UN Mission Services-এ ৬৯ জন সদস্যের মধ্যে ২৫% মহিলা

নয়াদিল্লি: ইতিহাসে এই প্রথম৷  রাষ্ট্র সংঘের  মিশন সার্ভিস ২০২২-২০২৪ বা ইউনাইটেড নেশনস মিশন সার্ভিসেস (UNSAAT) ২০২২-২০২৪-এর জন্য তালিকাভুক্ত ৬৯ সদস্যের প্যানেলের মধ্যে নির্বাচিত ২৫ শতাংশেরও বেশি মহিলা পুলিশ অফিসার৷  বিভিন্ন আধাসামরিক বাহিনী, কেন্দ্রীয় পুলিশ সংস্থা (সিপিও) এবং বিভিন্ন রাজ্যের পুলিশ অফিসারদের নিয়ে গঠিত এই ৬৯ জন সদস্যের মধ্যে ১৯ জন মহিলা অফিসার রয়েছেন৷ নাম প্রকাশ অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক সংবাদ সংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছেন৷

আরও পড়ুন- আবার বাড়ল দৈনিক মৃত্যু, সংক্রমণের গ্রাফও উঠল দেশে

৬৯ জন সদস্যের এই টিম এখন UNSAAT ২০২২-২০২৪ প্যানেলের অংশ৷ এই প্যানেলের সদস্যরা সাইপ্রাস, দক্ষিণ সুদান এবং মালি সহ বিদেশে পাঁচটি ভারতীয় মিশনের সঙ্গে যুক্ত হবে৷ ভারতীয় মিশনে নিযুক্ত ৬৯ জন সদস্যের প্রত্যেকের সর্বোচ্চ মেয়াদ এক বছর বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর৷ 

এর আগে, UNSAAT-এর জন্য বিভিন্ন পুলিশ ফোর্সের ২৬৪ জন সদস্য মনোনীত হয়েছিল। কিন্তু ২৫ফেব্রুয়ারি রাষ্ট্রসংঘের অনুরোধে সদস্য সংখ্যা কমিয়ে ১৫০ জন করে স্বরাষ্ট্র মন্ত্রক৷ কোভিড পরিস্থিতি বিচার করে UNSAAT ২০২২-২০২৪ সদস্য সংখ্যা কমিয়ে ১৫০ জন করার সিদ্ধান্ত নেয়৷ স্বরাষ্ট্রমন্ত্রকের এক কর্তা বলেন, ‘‘স্বরাষ্ট্র মন্ত্রকের মনোনীত ১৫০ জন প্রার্থীর মধ্যে ১২৭ জন অ্যাসেসমেন্ট অফ মিশন (এএমএস)-এর জন্য রিপোর্ট করে৷ তাঁদের মধ্যে ২ জন সদস্য আগেই ডিসকোয়ালিফাই হয়ে যান৷ এক জন কোভিডের কারণে৷ অন্যজন ডকুমেন্টেশনের সময়৷  বাকি ১২৫ জন সদস্য একাধিক রাউন্ডে পরীক্ষা দেন৷ তাঁদের মধ্যে থেকে বেছে নেওয়া হয় ৬৯ জনকে৷’’

উল্লেখ্য, এই ৬৯ জন অফিসারকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে৷ যেমন গাড়ি নিয়ন্ত্রণ, শহরের রাস্তায় গাড়ি চালানো, কম্পিউটারের দক্ষতা এবং অস্ত্র চালানো৷