ফের ধর্না মমতার, কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নেত্রীর

দুর্গা পুজো নিয়ে আয়কর দপ্তরের সিদ্ধান্তের প্রতিবাদে দলকে রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সম্প্রতী আয়কর দপ্তর রাজ্যের বেশ কয়েকটি দুর্গা পুজো কমিটিকে আয়কর দেওয়ার জন্য নোটিস ধরিয়েছে। যার তীব্র বিরোধীতা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ আয়কর দপ্তরের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরাসরি নিজের দলকে রাস্তায় নামার কথা ট্যুইট করে জানিয়েছেন মমতা৷ আগামী ১৩ আগস্ট মঙ্গলবার সুবোধ মল্লিক

ফের ধর্না মমতার, কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নেত্রীর

দুর্গা পুজো নিয়ে আয়কর দপ্তরের সিদ্ধান্তের প্রতিবাদে দলকে রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সম্প্রতী আয়কর দপ্তর রাজ্যের বেশ কয়েকটি দুর্গা পুজো কমিটিকে আয়কর দেওয়ার জন্য নোটিস ধরিয়েছে। যার তীব্র বিরোধীতা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ আয়কর দপ্তরের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরাসরি নিজের দলকে রাস্তায় নামার কথা ট্যুইট করে জানিয়েছেন মমতা৷

আগামী ১৩ আগস্ট মঙ্গলবার সুবোধ মল্লিক স্কয়ারে আয়কর দপ্তরের বিরুদ্ধে ধর্নায় বসছেন৷ দলের ‘বঙ্গ জননী’  শাখা সরাসরি কেন্দ্রীয় সরকারের আয়কর দপ্তরের বিরুদ্ধে ধর্নায় বসছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ট্যুইট বার্তায় নিজে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তে রাস্তায় নামুক রাজ্যের পুজো কমিটিগুলি। তারসঙ্গে তিনি সরাসরি আয়কর দপ্তরের সিদ্ধান্তের প্রতিবাদে জানিয়েছেন৷ রাজ্যের কোন পুজোয় কর বসানো চলবে না। যেমন গঙ্গাসাগর মেলায় রাজ্য সরকার সবরকম ট্যাক্স তুলে দিয়েছে। সেইরকম রাজ্যের সব পুজোতে কেন্দ্রকে কর দেওয়ার প্রথা তুলেদিতে হবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।

রবিবার টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‘আয়কর দপ্তর অনেক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে। আমরা আমাদের সব জাতীয় উৎসবকে নিয়ে গর্বিত। উৎসব সকলের। কোনও পুজোতে ট্যাক্স বসানো হোক, আমরা চাই না। এটা সংগঠকদের ওপর একটি বাড়তি বোঝা হবে। বাংলা সরকার গঙ্গাসাগর মেলার ওপর থেকে ট্যাক্স সরিয়ে নিয়েছে। আমাদের দাবি, দুর্গা পুজো ও কমিটিগুলির ওপর কোন রকম ট্যাক্স বসানো চলবে না।আগামী ১৩ই আগস্ট মঙ্গলবার সুবোধ মল্লিক স্কোয়ারে হিন্দ সিনেমার বিপরীতে তৃণমূল কংগ্রেসের ‘বঙ্গ জননী’ শাখা ধর্নায় বসবে (সকাল ১০ টা – সন্ধ্যে ৬ টা)। কর্মকর্তারা, অংশগ্রহণকারীরা সহ সকলে, যারা বাংলাকে ভালোবাসেন, আসুন এবং যোগদান করুন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =