বন্ধ হোক গোরুর মাংস ডেলিভারি, বিদ্রোহ এবার জোম্যাটো কর্মীদের

কলকাতা: গত দুই সপ্তাহ আগেই সম্প্রীতির নজির গড়ে গোটা দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছিল ফুড ডেলিভারি সমস্ত জোম্যাট। মুসলিম ডেলিভারি বয়ের হাত থেকে খাবার নিতে গ্রাহক অস্বীকার করায় পাল্টা জবাব দিয়েছিল ফুড ডেলিভারি এই সংস্থা৷ টুইট করে জানানো হয়েছিল, ‘খাবারের কোন ধর্ম হয় না৷ খিদের আবার কী জিত?’ জোম্যাটের তরফে এহেন ঘোষণার পর দেশজুড়ে সম্প্রীতির বন্যা বয়ে

060c17be58309d8237d1dda7d2c81306

বন্ধ হোক গোরুর মাংস ডেলিভারি, বিদ্রোহ এবার জোম্যাটো কর্মীদের

কলকাতা: গত দুই সপ্তাহ আগেই সম্প্রীতির নজির গড়ে গোটা দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছিল ফুড ডেলিভারি সমস্ত জোম্যাট। মুসলিম ডেলিভারি বয়ের হাত থেকে খাবার নিতে গ্রাহক অস্বীকার করায় পাল্টা জবাব দিয়েছিল ফুড ডেলিভারি এই সংস্থা৷ টুইট করে জানানো হয়েছিল, ‘খাবারের কোন ধর্ম হয় না৷ খিদের আবার কী জিত?’  জোম্যাটের তরফে এহেন ঘোষণার পর দেশজুড়ে সম্প্রীতির বন্যা বয়ে গেল এবার নিজেদের কর্মীদের বিদ্রোহের মুখে চূড়ান্ত বিপাকে সংস্থা৷ গোরু ও শুয়োরের মাংস সরবরাহ নিয়ে আপত্তি তুলে ধর্মঘটের ডাক কর্মীদের৷

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, জোম্যাটের ডেলিভারি বয়রা জানিয়ে দিয়েছেন, তারা এখন থেকে আর শুয়োর কিংবা গোরুর মাংস ডেলিভারি করবেন না৷ প্রয়োজনে তারা নামবেন ধর্মঘটে। কোনও ডেলিভারি বয়ের হাত দিয়ে যাতে এই ধরনের মাংস গ্রাহকের কাছে সরবরাহ করা না হয়, সে ব্যাপারে সংস্থাকে ডেপুটেশন জমা দিয়েছেন কয়েকশো কর্মী। তাঁদের দাবি, যতক্ষণ না পর্যন্ত সংস্থা তাদের বেতন বাড়াবে ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা না করবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই ধর্মঘট চালিয়ে যাবেন৷

বন্ধ হোক গোরুর মাংস ডেলিভারি, বিদ্রোহ এবার জোম্যাটো কর্মীদেরসূত্রের খবর, গোরু ও শুয়োরের মাংস মাংসের পদ ডেলিভারিতে আপত্তি জানিয়ে আগামী সোমবার থেকেই লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন জোম্যাটের ডেলিভারি বয়দের একাংশ৷ ঈদের আগে কর্মীদের বিদ্রোহের জেরে চূড়ান্ত বিপাকে পড়েছে সংস্থা৷

ফুড ডেলিভারি বয়দের একাংশ জানিয়েছেন, এই ধরনের মাংস সরবরাহ করতে তাঁদের ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগছে৷ ফলে অবিলম্বে সংস্থা যাতে এই দুই ধরনের মাংস সরবরাহ করা বন্ধ রাখে, তা নিশ্চিত করতে হবে৷ আর তা না হলে তাঁরা প্রয়োজনে কর্ম ছেড়ে দিতেও রাজি বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ কর্মীদের এহেন বিদ্রোহ ঘোষণার পর বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রীর দ্বারস্থ হয়েছে ডেলিভারি সংস্থা৷ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই নিয়ে তাঁরা অভিযোগ পেয়েছেন৷ অবশ্যই সমস্যা সমাধান করা হবে৷ বিষয়টি তদন্ত করে দেখা হবেও জানিয়েছেন তিনি৷ পাশাপাশি তিনি এও জানিয়েছেন, কোনও অবস্থাতেই সংস্থার কর্মীদের দিয়ে এমন কোনও কাজ করানো যাবে না, যাতে ধর্মীয় বিশ্বাসের আঘাত করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *