আরও এক টিকা এল শিশুদের জন্য, পাওয়া গেল অনুমোদন

আরও এক টিকা এল শিশুদের জন্য, পাওয়া গেল অনুমোদন

নয়াদিল্লি: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সম্প্রতি ভারতে শুরু হয়ে গিয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা দিয়ে সেই টিকাকরণ চলছে। তবে এবার আরও এক টিকা অনুমোদন পেল তাদের জন্য। জানা গিয়েছে, জরুরি ভিত্তিতে ১২-১৮ বছরের শিশুদের দেওয়া যাবে কোরবেভ্যাক্স টিকা। এমনটাই জানিয়েছে বায়োলজিকাল ই লিমিটেড সংস্থা। এই ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।

আরও পড়ুন- অস্বস্তি বাড়িয়ে বঙ্গ BJP-র বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে দিল্লিতে বৈঠক লকেটের, বাড়ছে জল্পনা

গত ৩ জানুয়ারি থেকে দেশে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। এখন শুধুমাত্র কোভ্যাক্সিন দেওয়া হচ্ছিল। তবে এবার শিশুদের দ্বিতীয় করোনা টিকা চলে এল। কোরবেভ্যাক্স ভ্যাকসিনে একটা অ্যান্টিজেন রয়েছে। এই অ্যান্টিজেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের চিলড্রেন হসপিটাল সেন্টার ফর ভ্যাকসিন ডেভলপমেন্ট এবং বেলর কলেজ অফ মেডিসিনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার আগাম ৩০ কোটি ডোজ কোরবেভ্যাক্স ভ্যাকসিনের বরাত দিয়েছে টিকা প্রস্তুতকারী সংস্থাকে। খবর, এই ভ্যাকসিন কিনতে সরকারের খরচ পড়বে ১ হাজার ৫০০ কোটি টাকা। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এই  ভ্যাকসিনের দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা।  দু’টি ডোজের এই ভ্যাকসিন বিশেষ ভাবে তৈরি করা হয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য। কোভিড-১৯ প্রতিরোধে আরবিডি প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন এটি।

এদিকে সার্বিকভাবে এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৭৫ কোটি ৩৭ লক্ষ ২২ হাজার ৬৯৭ ডোজ। আর গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ৩০ লক্ষ ৮১ হাজার ৩৩৬ ডোজ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৬৮ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৬৭৩ জনের। পরিসংখ্যান বলছে, এই মুহূর্ত পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৮ লক্ষ ২২ হাজার ৪৭৩ জন। পাশাপাশি মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ১১ হাজার ৯০৩ জন। পটিজিভিটি রেট আজ কিছুটা বেড়ে হয়েছে ১.৬৮ শতাংশ। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *