বাঁশ উঁচিয়ে তৃণমূলকে রুখল এবিভিপি, কড়া নির্দেশ পার্থর

কৃষ্ণনগর: নজিরবিহীন বললেও কম বলা হয়৷ তৃণমূলের রাজত্বে এবার কলেজেই ঢুকতে বাধা এবিভিপি সমর্থকদের৷ ভিরত থেকে কলেজের গেট আটকে দেওয়ার অভিযোগ৷ বাঁশ-লাঠি হাতে কলেজ দাপানোর অভিযোগ গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে৷ গোটা ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর৷ ঘটনার সূত্রপাত সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় বা মাজদিয়া কলেজে নবীন বরণের অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে৷ অভিযোগ, তৃণমূল ছাত্রপরিষদকে এড়িয়ে

বাঁশ উঁচিয়ে তৃণমূলকে রুখল এবিভিপি, কড়া নির্দেশ পার্থর

কৃষ্ণনগর: নজিরবিহীন বললেও কম বলা হয়৷ তৃণমূলের রাজত্বে এবার কলেজেই ঢুকতে বাধা এবিভিপি সমর্থকদের৷ ভিরত থেকে কলেজের গেট আটকে দেওয়ার অভিযোগ৷ বাঁশ-লাঠি হাতে কলেজ দাপানোর অভিযোগ গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে৷ গোটা ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর৷

ঘটনার সূত্রপাত সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় বা মাজদিয়া কলেজে নবীন বরণের অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে৷ অভিযোগ, তৃণমূল ছাত্রপরিষদকে এড়িয়ে এবিভিপিকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ কিন্তু, ছাত্র সংসদ তৃণমূলের থাকা সত্ত্বেও এবিভিপিকে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে কলেজে ডুপেটেশন কর্মসূচি নেয় শাসক দলের ছাত্র সংগঠন৷ অভিযোগ, ডেপুটেশন জমা দিয়ে গিয়ে গেরুয়াপন্থী ছাত্র সংগঠনের হাতে বাধাপ্রাপ্ত হয় তৃণমূল ছাত্র পরিষদ৷

কলেজের গেটের বাইরে তৃণমূল, ভিতরে এবিভিপির সমর্থকদের দেখে অনেকেই বসতে শুরু করেন, এটাই পরিবর্তনের বাংলা৷ তবে, ক্ষমতার দখলে দলের পরিবর্তন হলেও দখল কৌশলের কোনও পরিবর্তন ঘটেনি৷
মঙ্গলদুপুরে এবিভিপির সমর্থকদে বাধা পেয়ে কলেজের গেটের বাইরেই বিক্ষোভ ও পথসভা করে তৃণমূল ছাত্র সংগঠন৷ অন্যদিকে বাঁশ-লাঠি হাতে ক্যাম্পাসের মধ্যেই দাপাতে দেখা যায় এবিভিপির সমর্থকদে৷

এদিনের গোটা ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী৷ সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় বা মাজদিয়া কলেজের ঘটনায় কর্তৃপক্ষের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে৷

অন্যদিকে, ৩৭০ ধারা নিয়ে এবার রাজ্যের কলেজগুলিতে প্রচারে নামছে গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপি। সংগঠনের রাজ্য সম্পাদক সপ্তর্ষী সরকার জানান, জম্বু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার জন্য মোদি সরকারকে সিদ্ধান্তকে আগেই সমর্থন জানিয়েছে সংঘ ঘনিষ্ঠ এই ছাত্র সংগঠন৷ এবার রাজ্যের মাটিতে এই ইস্যুতে সরাসরি ময়দানে নামতে চলেছে গেরুয়াপন্থী ছাত্র সংগঠন৷

আগামী ১৪ আগস্ট রাজ্যের সমস্ত জায়গায় তেরঙ্গা যাত্রা করবে এবিভিপি। সোমবার প্রেসক্লাবে এই কথা জানান বিদ্যার্থি পরিষদের জাতীয় সাধারন সম্পাদক আশিষ চৌহান। তিনি জানান, রাজ্যের ছাত্র সমাজে জাতীয়াতাবাদ তৈরি করতে রাজ্যের প্রত্যেকটি কলেজে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করবে বিদ্যার্থী পরিষদ।

রাজ্যের মোট ২০০টি জায়গায় ১৪ আগস্ট এবিভিপির সদস্য ও সদস্যরা তেরঙ্গা যাত্রা করবে বলে এদিন দাবি করেন আশিষ চৌহান। তারসঙ্গে রাজ্যের প্রায় ১০০টি কলেজে ১৫ আগস্ট এবিভিপির সদস্যরা কলেজের গেটে জাতীয় পতাকা উত্তোলন করবে বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *