এবার বিধানসভার গুরু দায়িত্ব থেকেও ইস্তফা শোভনের

কলাকাতা: দলের কাজ থেকে প্রায় সমস্ত পদ থেকেই এবার সরে দাঁড়ালেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ বিধানসভার স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা শোভনের৷ বিধানসভার অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন সব খবর সূত্রের৷ আপাতত শুধু বিধায়ক ও কাউন্সিলর পদে রয়েছেন শোভনবাবু৷ দলের উপর গোঁসা। তাই শোভন চট্টোরাধ্যায় দল-সহ সরকারের বিভিন্ন বৈঠকে এযাবৎ অংশগ্রহণ করছেন না। ফলে সরকারি প্রকল্প

এবার বিধানসভার গুরু দায়িত্ব থেকেও ইস্তফা শোভনের

কলাকাতা: দলের কাজ থেকে প্রায় সমস্ত পদ থেকেই এবার সরে দাঁড়ালেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ বিধানসভার স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা শোভনের৷ বিধানসভার অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন সব খবর সূত্রের৷ আপাতত শুধু বিধায়ক ও কাউন্সিলর পদে রয়েছেন শোভনবাবু৷

দলের উপর গোঁসা। তাই শোভন চট্টোরাধ্যায় দল-সহ সরকারের বিভিন্ন বৈঠকে এযাবৎ অংশগ্রহণ করছেন না।  ফলে সরকারি প্রকল্প রুপায়নে সমস্যা হচ্ছ৷ আর এই সমস্যা কাটাতে গত সপ্তাহে ‘অভিমানী’ শোভনকে ফোন করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ ফোনে শোভন জানান, এই সপ্তাহে তিনি বিধানসভায় যাবেন৷ তবে, তিনি নিজে না গেলেও দূত মারফত অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দেন৷

প্রাক্তন দমকলমন্ত্রী নিজে মৎস্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন৷ অথচ শোভন দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠকে গরহাজির থাকছেন৷ ফলে দপ্তরের বহু কাজ বন্ধ হয়ে আছে৷ মৎস্য দপ্তরের সমস্যা এই সমস্যা কাটাতে উদ্যোগি হন বিমান বন্দ্যোপাধ্যায়৷ তিনি সরাসরি মৎস দুপ্তরের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে হাজির হতে শোভন চট্টোপাধ্যায়কে ফোন করেন৷ আগামী সপ্তাহের মধ্যে তিনি দেখা করার নির্দেশ দেন৷ পরে, আজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =