নয়াদিল্লি: এই বুঝি শুরু হল যুদ্ধ৷ এই বুঝি হামলা চালাল রাশিয়া৷ এই আতঙ্কেই বিগত কয়েকটা দিন কেটেছে তাঁদের৷ ইউক্রেনের যে পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছিল৷ দেশে ফেরার অপেক্ষায় প্রতিটা মুহূর্ত কাটছিল ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের৷ মঙ্গলবার রাতে যখন এয়ার ইন্ডিয়া বিমানের চাকা দেশের মাটি ছুঁল, তখন উচ্ছ্বাসে ফেটে পড়লেন দেশে ফেরে ভারতীয়রা৷ হাততালি, চিৎকারে সরগরম হয়ে উঠল বোয়িং ৭৮৭ বিমান৷
আরও পড়ুন- এবার বাড়িতে বসেই কাটুন তৎকাল টিকিট, যাত্রীদের স্বার্থে নয়া অ্যপ আনল IRCTC
ইউক্রেনের পরিস্থিতি উদ্বেগজনক হতেই সেখানে আটকে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লি৷ মঙ্গলবার তাঁদের উদ্ধার করতে পাঠানো হয় এয়ার ইন্ডিয়ার বিমান৷ ইউক্রেন থেকে ২৪০ জন ভারতীয়কে নিয়ে মধ্যরাতে রাজধানীতে অবতরণ করে বিশেষ বিমান বোয়িং ৭৮৭৷ সংবাদসংস্থা এএনআই -এর শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানের চাকা দেশের মাটি ছুঁতেই আনন্দে-উচ্ছ্বাসে ফেটে পড়েন যাত্রীরা। হাততালি দিয়ে চিৎকার করে ওঠেন তাঁরা৷ এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নিরাপদভাবে দেশে ফিরতে পেরে তাঁরা ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। পরিবার-পরিজনদের সঙ্গে দেখা করে তাঁরা জানাল সে দেশের পরিস্থিতি৷
ইউক্রেন ফেরত এক এমবিবিএস পড়ুয়া জানান, পরিস্থিতি এখনও পর্যন্ত শান্তিপূর্ণ থাকলেও, যখন তখন সমস্যা শুরু হতে পারে। এই পরিস্থিতিতে সুরক্ষিতভাবে দেশে ফিরতে পেরে ভালো লাগছে। অপর এক পড়ুয়ার মুখেও একই কথা৷ তাঁরা জানাচ্ছে সম্ভবত এবার অনলাইন ক্লাস চলবে৷
উল্লেখ্য, এখনও কয়েক হাজার ভারতীয় আটকে রয়েছেন ইউক্রেনে। সোমবার রাষ্ট্রসংঘের বৈঠকে ভারত জানায়, সীমান্তবর্তী এলাকা সহ গোটা ইউক্রেনে প্রায় ২০ হাজার ভারতীয় নাগরিক আটকে রয়েছেন৷ তাঁদের অধিকাংশই পড়ুয়া। তাঁদের সুরক্ষা এবং নিরাপত্তাই ভারতের কাছে অগ্রগণ্য৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>