দাউদের সঙ্গে যোগাযোগ মহারাষ্ট্রের মন্ত্রীর! ৭ ঘণ্টা জেরার পর গ্রেফতার

দাউদের সঙ্গে যোগাযোগ মহারাষ্ট্রের মন্ত্রীর! ৭ ঘণ্টা জেরার পর গ্রেফতার

মুম্বই: দাউদের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলায় মুম্বই এবং সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ‘ডনের’ বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করে তদন্তে নেমেছে দেশের কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনআইএ-ও। এবার দাউদের সঙ্গে যোগাযোগ রয়েছে এই অভিযোগে গ্রেফতার হলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক। ৭ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- এবার বাড়িতে বসেই কাটুন তৎকাল টিকিট, যাত্রীদের স্বার্থে নয়া অ্যপ আনল IRCTC

গোয়েন্দা সূত্রে খবর, দাউদের সহযোগীদের সঙ্গে আর্থিক এবং জমি লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল নবাব মালিকের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের দফতরে নিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছিল। অবশেষে প্রায় ৭ ঘণ্টা জেরা করার পর মহারাষ্ট্রের এই মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলাকালীন নবাব মালিকের কেনা কিছু সম্পত্তির প্রমাণ পাওয়া গিয়েছে বলে গোয়েন্দারা জানিয়েছে। সেই কারণেই তাঁকে গ্রেফতার হতে হল বলে সূত্রের খবর। যদিও নবাবের দলের তরফে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হচ্ছে। তাদের দাবি, বিজেপি, এনসিবি এবং সিবিআইয়ের যোগসাজসের বিষয় প্রকাশ্যে তুলে ধরতে পেরেছিলেন নবাব। তাই তাঁকে এইভাবে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গোয়েন্দারা ইতিমধ্যেই জানতে পেরেছে যে, নতুন করে নাশকতার ছক কষছে ‘আন্ডারওয়ার্ল্ড ডন’। যার জন্য তৈরি করেছে হিটলিস্ট এবং বিশেষ বাহিনী। ভারতের বিভিন্ন শহরে নাশকতার ছক কষা হয়েছে এবং সেই জন্যই বিশেষ বাহিনী তৈরি করেছে দাউদ ইব্রাহিম। এছাড়াও দেশের প্রথমসারির রাজনীতিবিদ ও শিল্পপতির নাম দিয়ে তৈরি করা হয়েছে একটি হিটলিস্ট। দেশের সব বড় শহর দাউদের নিশানায় রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে কিন্তু সবথেকে বেশি ভয় রয়েছে দিল্লি ও মুম্বইকে নিয়ে। এই দুই শহরে সবথেকে বেশি হামলা হওয়ার আশঙ্কা রয়েছে বলেই মনে করছে গোয়েন্দাদের একাংশ। একই সঙ্গে হিটলিস্ট অনুযায়ী ব্যক্তিদের নিশানা করা হবে বলে অনুমান করছে তারা। তবে এই হিটলিস্টে কারা কারা রয়েছে বা তাদের প্রাণহানির আশঙ্কা বেশি না লুঠ করার সেই ব্যাপারে এখনও স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =