একুল ওকুল দু’কুলই হারালেন দেবশ্রী! এবার কি রাজনীতির ইতি?

নয়াদিল্লি: ছিল বড় চমক৷ কিন্তু, হল না৷ দল বদল করতে তিনি গিয়েছিলেন, বিজেপির সদর দপ্তরে৷ কিন্তু, শোভন বিদ্রোহে বানচাল দেবশ্রী রায়ের বিজেপিতে যোগ দান৷ শোভন বিদ্রোহে কার্যত দু’কুল খোয়ালেন দেবশ্রী! কিন্তু কেন? বুধবার সকালেই শোভন-বৈশাখীর পর দিল্লিতে বিজেপির পার্টি অফিসে পৌঁছান তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়৷ দিল্লিতে বিজেপির সদর দপ্তরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করতে দেখা

35589b2fd0bc526512c18facd02d2d56

একুল ওকুল দু’কুলই হারালেন দেবশ্রী! এবার কি রাজনীতির ইতি?

নয়াদিল্লি: ছিল বড় চমক৷ কিন্তু, হল না৷ দল বদল করতে তিনি গিয়েছিলেন, বিজেপির সদর দপ্তরে৷ কিন্তু, শোভন বিদ্রোহে বানচাল দেবশ্রী রায়ের বিজেপিতে যোগ দান৷ শোভন বিদ্রোহে কার্যত দু’কুল খোয়ালেন দেবশ্রী! কিন্তু কেন?

বুধবার সকালেই শোভন-বৈশাখীর পর দিল্লিতে বিজেপির পার্টি অফিসে পৌঁছান তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়৷ দিল্লিতে বিজেপির সদর দপ্তরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে দেবশ্রীকে৷ আর এই নিয়ে শুরু হয় জল্পনা৷ কিন্তু, পরে শোভনের আপত্তিতে দেবশ্রীকে দলে যোগদানের আর্জি খারিজ করে দেওয়া হয় বলে বিজেপি সূত্রে খবর৷

কে দিল্লিতে এনেছে দেবশ্রীকে? দিল্লির পার্টি অফিসে শুরু হয় চাপানউতোর৷ দেবশ্রীর বিজেপিতে যোগদান ঘিরে তুঙ্গে ওঠে টানাপোড়েন৷ দেবশ্রী থাকলে আমি যোগ দেব না৷ বিজেপিতে যোগ দেওয়ার আগে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেন শোভন৷ বিজেপি সূত্রে পাওয়া এই খবরে তুঙ্গে বঙ্গ রাজনীতি৷ ফলে, বিজেপির দপ্তরে গিয়েও দেবশ্রীকে বিজেপিতে যোগ দেওয়ানো যায়নি৷ শোনা যাচ্ছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে শোভনবাবু নাকি জানিয়েছেন, দেবশ্রী যেদিন বিজেপিতে যোগ দেবেন, সেই দিনই তাঁর বিজেপিতে শেষ দিন৷ এরপরই দেবশ্রীকে ফিরিয়ে দেয় বিজেপি৷ কিন্তু, এই ঘটনায় চূড়ান্ত বিড়ম্বনায় পড়েন অভিনেত্রী বিধায়ক৷

একুল ওকুল দু’কুলই হারালেন দেবশ্রী! এবার কি রাজনীতির ইতি?পর্যবেক্ষক মহলের ধারণা, বিজেপিতে যোগ দিতে চেয়ে সটান দিল্লির অফির থেকে নিরাশ হয়েছেন দেবশ্রী৷ না যুক্ত হতে পারলেন বিজেপিতে৷ না ফিরতে পারবেন তৃণমূলে৷ কেননা, দেবশ্রী যদি তৃণমূলে ফিরতেও চান, দল তাঁকে ফের মেনে নেবে কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা৷ এক্ষেত্রে উঠতে পারে বিশ্বাসযোগ্যতা৷ ২০২১ এর নির্বাচনে টিকিট পাওয়া নিয়েও হতে পারে সমস্যা৷ ফলে, বিজেপি যোগ দিতে গিয়ে তা সফল না হওয়ায় কার্যত একুল ওকুল দুকুলই হারালেন এই অভিনেত্রী! মত পর্যবেক্ষক মহলের৷

এই নিয়ে মুকুল রায়ের মন্তব্য, ‘‘আমি জানি না দেবশ্রীকে কে নিয়ে এসেছে৷ আমার সঙ্গে ওঁর কোন যোগাযোগ নেই৷ আমার সঙ্গে কোনও কথা হয়নি৷ কার জন্য এসেছে, কীসের জন্য এসেছে, কে নিয়ে এসেছে, আমি কিছুই জানি না৷’’ দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘আমরা অনেক বাজার করি৷ সব রান্না করি না৷ কোনোটা ফ্রিজে রাখতে হয়৷ এমন অনেকেই লাইনে আছে৷ দেখুন না কী হয়৷’’

দূরত্ব তৈরি হচ্ছিল অনেক দিন আগেই৷ এক সময় দেবশ্রীর রায়দিঘি বিধানসভার যাবতীয় কাজ দেখতেন শোভনবাবু নিজেই৷ পরিচিত মহলের দাবি, দু’জনের মধ্যে ছিল বন্ধুত্ব৷ যা নিয়ে প্রকাশ্যে হাসিঠাট্টাও হত বেশ৷ দল ও দলের বাইরেও ছিল বন্ধুত্ব নিয়ে আলোচনা৷ যাতে কখনও কখনও যোগ দিতেন শোভনপত্নী রত্নাদেবী৷ বিষয়টি উপভোগ করতেন দু’জনেই৷ কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায় দৃশ্যমান হওয়ার পর থেকে দৃশ্যত শোভন-দেবশ্রী দূরত্ব তৈরি হতে শুরু করে৷ এতটাই যে, মুখ্যমন্ত্রীর কাছে এসে দেবশ্রী নাকি অভিযোগ করেছিলেন, শোভনবাবু আর কাজ দেখছেন না৷ যদিও, ধীরে ধীরে তা দূরত্বের আকার নেয়৷ পরে, শোভন-জীবনে ঘেটে বৈশাখী উত্থান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *