নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। আমেরিকা এবং তার সহযোগী রাষ্ট্রগুলি যে প্রস্তাব এনেছিল তার ভোটাভুটিতে অংশ নেয়নি নয়াদিল্লি। অর্থাৎ তারা ইউক্রেন-রাশিয়া বর্তমান পরিস্থিতিতে ‘নিরপেক্ষ’ অবস্থান নিয়েছ। প্রথম থেকেই ভারত বলে এসেছে যে তারা আলোচনার মাধ্যমে সমাধানে উদ্যোগী। সেই প্রেক্ষিতে কোনও দেশের হয়েই কথা বলছে না নয়াদিল্লি। এবার এই পদক্ষেপের জন্য রাশিয়া ভূয়সী প্রশংসা করল ভারতের সরকারের।
আরও পড়ুন- রাশিয়ান হামলায় মৃত্যু বাড়ছে! হেল্পলাইন চালু করল ভারত
দিল্লিতে রুশ দূতাবাসের তরফে ভারতের মোদী সরকারের প্রশংসা করে বলা হয়েছে, যুদ্ধ ইস্যুতে ভারত যে অবস্থান নিয়েছে তা স্বাধীন ও ভারসাম্য রক্ষাকারী। আসলে রাষ্ট্রপুঞ্জে যে ভোটাভুটি হয়েছিল তাতে ভারত ছাড়াও চিন এবং সংযুক্ত আরব আমিরশাহি অংশ নেয়নি। চিন ও পাকিস্তান এই ইস্যুতে কোন দিকে রয়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভারতের এই অবস্থান নিয়ে অবশ্যই চর্চা করা যায়। নয়াদিল্লির এই ‘নিরপেক্ষ’ অবস্থান পরোক্ষে রাশিয়ার পাশে দাঁড়িয়ে যুদ্ধকে সমর্থন নয় তো? প্রশ্ন উঠছে। যদিও অনেকে মনে করছেন ভারত সরকার আদতে দুই দিকেই সম্পর্ক বজায় রাখতে মরিয়া। ভারতকে এখনও সবচেয়ে বেশি পরিমাণে অস্ত্র সরবরাহ করে রাশিয়া। তাই তাদের চটাতে চাইবে না ভারত।
আবার আমেরিকা মনে করছে, নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রাশিয়ার যা তাদের নেই। তাই ভারত চাইলে রাশিয়াকে বোঝাতে পারে শান্তি ফিরিয়ে আনার ইস্যু নিয়ে। এই একই কথা বলেছিল ইউক্রেন প্রশাসনও। তারাও দাবি করছিল যে, যুদ্ধ থামাতে একজনই পারেন, তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।