নয়াদিল্লি: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিস্থিতিতে বিরাট চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। কারণ সেখানে এখনও পর্যন্ত আটকে পড়েছে বহু ভারতীয়। ইতিমধ্যেই কয়েকশো জনকে ফেরানো হলেও এখনও অনেক ভারতীয় সেখানে আটক অবস্থায় রয়েছে। কেউ মাটির তলার বাঙ্কারে, আবার কেউ গৃহবন্দি হয়ে। এই অবস্থায় কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, ইউক্রেন আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করাই সবচেয়ে আগের লক্ষ্য, বাকি সব পরে। জানা গিয়েছে, ইউক্রেনে এখনও প্রায় ১৮ হাজার ভারতীয় আটকে রয়েছে, যাদের মধ্যে ১৬ হাজারই পড়ুয়া।
আরও পড়ুন- সীমান্ত পেরিয়ে ঢুকছে রুশ ট্যাঙ্কবাহিনী! রাশিয়ার কাছে ইউক্রেন সেনার আত্মসমর্পন?
গতকাল ইউক্রেন পরিস্থিতি এবং ভারতীয়দের উদ্ধারের বিষয় নিয়ে বৈঠকে বসেছিলেন নমো। কীভাবে তাদের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনা যায় সেই ইস্যুতে আলোচনা হয়েছে এই বৈঠকে বলে জানা গিয়েছে। বিদেশমন্ত্রক সহ একাধিক মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের নিয়ে এই বৈঠক হয়েছিল গতকাল। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্র মোদী এই বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েই জানিয়েছেন যে, ইউক্রেনে যে সমস্ত ভারতীয়রা আটকে রয়েছেন, তাদের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনাই আপাতত কেন্দ্রের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সবথেকে আগে এই কাজটাই করতে হবে। প্রসঙ্গত, ভারতীয়দের উদ্ধারের জন্য ‘অপারেশন গঙ্গা’ শুরু করা হয়েছে এবং তার অধীনে ইতিমধ্যেই চারটি বিশেষ বিমানে কয়েক হাজার ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে।
যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর ভারত এই ইস্যুতে আপাতত নিরপেক্ষ অবস্থানই নিয়েছে। তারা এটাও স্পষ্ট করেছে যে, আলোচনার মাধ্যমেই এই পরিস্থিতি ঠিক হোক এবং সমস্যার সমাধান হোক এটাই তারা চায়। ভারতের এই ‘নিরপেক্ষ’ অবস্থান নিয়ে ভূয়সী প্রশংসা করেছে রাশিয়া। তারা জানিয়েছে, ভারতের এই সিদ্ধান্ত স্বাধীন এবং ভারসাম্য রক্ষাকারী। এখন আপাতত বেলারুশ সীমান্তেই বৈঠকে বসতে চলেছে ইউক্রেন এবং রাশিয়া। এখন দেখার সেই বৈঠকে কী হয়।