নয়াদিল্লি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে লাফিয়ে বাড়ল গ্যাসের দাম৷ আজ মঙ্গলবার, ১ মার্চ থেকেই এলপিজি সিলিন্ডারের নতুন দর কার্যকর হবে৷ বাণিজ্যিক গ্যস সিলিন্ডারের নয়া দাম প্রকাশ করল জ্বালানি উৎপাদনকারী সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে, আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০৫ টাকা করে বাড়ছে৷ বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী ৭ মার্চ উত্তরপ্রদেশে শেষ পর্বের ভোট সম্পন্ন হওয়ার পর বাড়তে পারে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামও৷
আরও পড়ুন- রাত পোহালেই দাম বাড়ছে দুধের, চিন্তায় মধ্যবিত্ত
সোমবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর হয়েছে৷ সিলিন্ডার প্রতি দাম পড়ছে ১ হাজার ৯৫ টাকা। এতে সাধারণ মধ্যবিত্তের জীবনে সরাসরি প্রভাব না পড়লেও, পরোক্ষ ভাবে প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া ৭ মার্চের পর রান্নার গ্যাসের দাম ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা৷ সাধারণত, বিশ্ববাজারের দামের ওপর নির্ভর করে রান্নার গ্যাসের দাম কমানো বা বাড়ানো হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বলেই আশঙ্কা ওয়াকিবহাল মহলের৷
উল্লেখ্য, ২০২১ সালের ৬ অক্টোবরের পর থেকে আর বাড়েনি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম৷ তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন হয়েছে৷ এই সময়ের মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০২ ডলার হয়েছে। উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দামে৷ ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ১৭০ টাকা৷ ১ অক্টোবর দিল্লিতে যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৭৩৬ টাকা, নভেম্বরে তা ২০০০ এবং ডিসেম্বরে ২১০১ টাকা হয়ে যায়। এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সিলিন্ডারের দাম দুই দফায় কমে হয় ১৯০৭ টাকা হয়। তবে মার্চে ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিডন্ডারের।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>