আধার কার্ড আছে? সহজেই অনলাইনে পেতে পারেন প্যান কার্ড, জানুন নিয়ম

আধার কার্ড আছে? সহজেই অনলাইনে পেতে পারেন প্যান কার্ড, জানুন নিয়ম

নয়াদিল্লি: পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর (প্যান কার্ড ) হল একটি ছবি যুক্ত পরিচয়পত্র। ভারতের আয়কর দফতর থেকে এই কার্ড ইস্যু করা হয়৷ যা একটি গুরুত্বপূর্ণ নথি বলে বিবেচিত৷ আয়কর জমা দেওয়ার জন্যেই হোক বা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা, প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এই প্যান কার্ড৷ কিন্তু অনেকেই জানেন না প্যান কার্ড কী ভাবে করতে হয়৷ তাই বিভিন্ন ব্যক্তিকে দিয়ে পয়সা খরচ করে প্যান কার্ড তৈরি করিয়ে থাকেন৷ বলে রাখা ভালো আধার কার্ড থাকলে খুব সহজেই অনলাইনে আবেদন করে প্যান কার্ড পাওয়া সম্ভব৷ 

আরও পড়ুন- ২ বছর পর আবার ট্রেনে চালু এই পরিষেবা! সুবিধা হবে যাত্রীদের

প্যান কার্ড পেতে গেলে আপনাকে যেতে হবে ভারতের আয়কর বা ইনকাম ট্যাক্স বিভাগে অফিসিয়াল ওয়েবসাইট incometaxindia.gov.in-এ৷ সেখানে গিয়ে প্যান কার্ডের জন্য আবেদন জানাতে হবে। তবে আয়কর দফতরের ওয়েবসাইটে আবেদনের জন্য অবশ্যই আধার কার্ড থাকতে হবে৷ তাহলে সহজেই অনলাইনে আবেদন করে ই-প্যান পেতে পারেন৷ দেখে নিন কী ভাবে আবেদন করবেন-

১. প্যান কার্ডের জন্য আবেদনের করতে হলে প্রথমেই আপনাকে যেতে হবে incometaxindia.gov.in ওয়েবসাইটে৷ 
২. সেখানে গিয়ে কুইক লিঙ্ক অপশন থেকে ‘ইনস্ট্যান্ট প্যান’ অপশনে ক্লিক করুন৷ ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন ওয়েব পেজ খুলে যাবে।
৩. সেখানে নিজের আধার নম্বর দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে।
৪. এরপর আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি নির্ধারিত জায়গায় বসিয়ে কন্টিনিউ করতে হবে।
৫. এরপর আরও একবার ওটিপি দিতে হবে এবং কন্টিনিউতে ক্লিক করতে হবে।
৬. এর পর নিজের ইমেল আইডি যাচাই করে দেখে নিতে হবে।
৭. আধার কার্ডের তথ্য দেওয়ার পর আবেদনকারীকে একটি নির্দিষ্ট নম্বর দেওয়া হবে। এরপর চেক স্ট্যাটাস / ডাউনলোডে গিয়ে ক্লিক করতে হবে। ফের আধার নম্বর দিয়ে সাবমিট করে দিলেই নতুন একটি ওটিপি আসবে।
৮. এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ১০ মিনিটের মধ্যে আপনার ই-প্যানের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে৷