শিক্ষক নিগ্রহ থেকে জাতীয় পতাকার অবমাননা, প্রতিবাদে যুদ্ধ ঘোষণা এবিভিপির

কলকাতা: কল্যাণীতে পার্শ্বশিক্ষকদের উপর পুলিশের তাণ্ডবের নিন্দা প্রকাশ আরএসএস-পন্থী ছাত্র সংগঠন এবিভিপি৷ সংগঠনের তরফে রাজ্যের পার্শ্বশিক্ষকদের আন্দোলনকে পুরোপুরি সমর্থন করার বার্তা দেওয়া হয়েছে৷ আগামী দিনে এবিভিপি পার্শ্বশিক্ষকদের পাশে দাঁড়িয়ে আন্দোলন চালি যাবে বলেও ইচ্ছা প্রকাশ করা হয়েছে৷ নদীয়ার কল্যাণী শহরে রাজ্যের পার্শ্বশিক্ষকদের অনশনে কোনও বেআইনি জমায়েত হয়নি বলেও মনে করে গেরুয়াপন্থী এই ছাত্র সংগঠন৷ পার্শ্বশিক্ষকদের

e049dcdc23c3fdd816e664aa65fe05bc

শিক্ষক নিগ্রহ থেকে জাতীয় পতাকার অবমাননা, প্রতিবাদে যুদ্ধ ঘোষণা এবিভিপির

কলকাতা: কল্যাণীতে পার্শ্বশিক্ষকদের উপর পুলিশের তাণ্ডবের নিন্দা প্রকাশ আরএসএস-পন্থী ছাত্র সংগঠন এবিভিপি৷ সংগঠনের তরফে রাজ্যের পার্শ্বশিক্ষকদের আন্দোলনকে পুরোপুরি সমর্থন করার বার্তা দেওয়া হয়েছে৷ আগামী দিনে এবিভিপি পার্শ্বশিক্ষকদের পাশে দাঁড়িয়ে আন্দোলন চালি যাবে বলেও ইচ্ছা প্রকাশ করা হয়েছে৷

নদীয়ার কল্যাণী শহরে রাজ্যের পার্শ্বশিক্ষকদের অনশনে কোনও বেআইনি জমায়েত হয়নি বলেও মনে করে গেরুয়াপন্থী এই ছাত্র সংগঠন৷ পার্শ্বশিক্ষকদের শান্তিপূর্ণ ধর্না ও অনশনমঞ্চে পুলিশের লাঠিচার্জ বেআইনি বলে সোমবার প্রেস বিবৃতিতে জানিয়েছেন এবিভিপির রাজ্য সম্পাদক সপ্তর্ষী সরকার৷

তাঁর অভিযোগ, শনিবার কল্যাণী থানার পুলিশ মত্ত আবস্থায় পার্শ্বশিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে৷ এমনকী পুলিশ পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে জাতীয় পতাকার অবমাননা করে বলে জানান সপ্তর্ষী সরকার৷ রাজ্য এবিভিপি পুলিশের এই লাঠি চার্জের প্রতিবাদ করে আগামীদিনে এবিভিপি রাস্তায় নামবে বলে জানান সপ্তর্ষী সরকার৷ শনিবার রাতে কল্যাণীর ঘটনা বাংলার ইতিহাসে কলঙ্ক বলে মনে করে সংঘ ঘনিষ্ঠ এই ছাত্র সংগঠন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *